পর্দায় গোয়েন্দাগিরি করতে আসছেন জিতু কমল! নতুন গোয়েন্দার জন্য প্রত্যাশার পারদ চড়ছে

এবার গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে টলি অভিনেতা জিতু কমলকে। সঙ্গী সৃজিত পত্নী মিথিলা

পূর্বাশা, হুগলি: গোয়েন্দা গল্প নিয়ে ছবি বানানো এখন টলিপাড়ার ট্রেন্ড। দর্শককূলে জনপ্রিয়তা পেতে এখন এই পথেই হাঁটছেন পরিচালকরা। ব্যোমকেশ, ফেলুদার পাশাপাশি এখন কিরীটি, মিতিনমাসি, সোনা দা রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। সে পথ অনুসারেই ফের নতুন গোয়েন্দা আসছে টলিউডে। এবারের বাঙালি গোয়েন্দার চরিত্রে দেখা যাবে টলি অভিনেতা জিতু কমলকে।

Tollywood,Bengali movie,Upcoming movie,Detective movie,Jeetu Kamal,Rafiath Rashid Mithila

জানা যাচ্ছে, ফের টলিপাড়ায় আসছে গোয়েন্দা ছবি। যার নাম ঠিক হয়েছে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। ছবির পরিচালনা করবেন ডিরেক্টর দুলাল দে। নতুন গল্পে জিতুর সঙ্গী হবেন সৃজিত ঘরণী রাফিয়াত রশিদ মিথিলা, শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে-সহ অন্যান্যরা। সূত্রের খবর, টলিপাড়ার ‘জিতু গোয়েন্দা’ একরকম অ্যাক্সিডেন্টাল ডিটেকটিভ। অর্থাৎ পরিস্থিতির চাপে শুরু হয় তাঁর গোয়েন্দাগিরি।

Tollywood,Bengali movie,Upcoming movie,Detective movie,Jeetu Kamal,Rafiath Rashid Mithila

নতুন এই ছবি নিয়ে বেশ আশাবাদী জিতু কমল।
পরপর বেশ কিছু ছবির কাজ থাকায় বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি। এর আগে ‘ফেলুদার’ সৃষ্টিকর্তা
সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন জিতু। আর এবার তিনি স্বয়ং গোয়েন্দা রূপে ধরা দেবেন দর্শক মহলে।




Leave a Reply

Back to top button