টিআরপি কমায় ‘অনুরাগের ছোঁয়া’তে বড় পরিবর্তন, তাহলে কি মিল হবে দীপা সূর্যের
যে কারণে সে এতদিন দীপাকে ভুল বুঝেছে সেই কারণ সত্যি জানার পর সে দিপার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। কিন্তু দর্শকদের মনে এই প্রমোতে কোন উচ্ছ্বাস নেই। কারণ অনেকেই ভাবছে আদৌ কি এটা ঘটবে?

শুভঙ্কর, কলকাতা: বাংলা বিনোদন জগতে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালটির প্রতি দর্শকদের একদিকে যেমন ভালোলাগা রয়েছে তেমনি রয়েছে বিরক্তিও। কারণ এই সিরিয়ালের গল্পের কোনো গতি নেই। এই সিরিয়ালে দেখানো হয় প্রতিনিয়তই নায়ক নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি। শয়তানের প্রতিমুহূর্তে শয়তানি। তবে নির্মাতারা দর্শকদের ধরে রাখার জন্য মাঝে মাঝেই ছোট ছোট টুইস্ট আনে গল্পে। সম্প্রীতি সিরিয়ালটিতে দেখা যায় দীপার এক্সিডেন্টের চিকিৎসার সমস্ত ভার নিয়েছে সূর্য। তবে আবারো একটা প্রোমো দেখে দেখানো হয়েছে। যেখানে সূর্য জানতে পেরেছে সোনা ও রুপা কবীরের নয় তারই সন্তান। যে কারণে সে এতদিন দীপাকে ভুল বুঝেছে সেই কারণ সত্যি জানার পর সে দিপার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। কিন্তু দর্শকদের মনে এই প্রমোতে কোন উচ্ছ্বাস নেই। কারণ অনেকেই ভাবছে আদৌ কি এটা ঘটবে?
দর্শকদের এমন ভাবার পেছনে কারণ রয়েছে এর আগেও অনেক প্রোমো এমন দেখেছে। কিন্তু মূল সিরিয়ালে তার বিপরীত প্রতিক্রিয়ায় হয়েছে। তবে অনেক দর্শকের দাবি এটা কার্তিকা দীপম গল্পের অনুকরণে তৈরি করা হয়েছে। সেই গল্পে ও নায়ক নায়িকাদের খুব তাড়াতাড়ি মিল ছিল না। তবে এই গল্পে যদি সূর্য-দীপাকে তাড়াতাড়ি মিলিয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে গল্পে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে বর্তমানে সোনা ও রুপা বাবার কথামতো দীপাকে মা হিসেবে চিনতে অস্বীকার করছে।
বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে এক সিরায়াল কিলার জেল থেকে ফেরার হয়ে গেছে। সে এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সে এখন রয়েছে সোনা ও রুপা তার বাবার সাথে যে বাড়িতে রয়েছে সেখানেই। সেই বাড়িতেই ওই কিলারটি মালি সেজে রয়েছে। তার বদ অভ্যাস সে বাচ্চাদের বিনা কারণে মেরে ফেলে। তাহলে কি এখন সোনা ও রুপার ঘোর বিপদ। কি হতে চলেছে পরবর্তীতে? জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসায় ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালটিতে।