নাম পরিবর্তন করেও নিশ্চিন্ত নয় ফেসবুক কর্তা
অনেক জল্পনার পর গতমাসেই ফেসবুক নিজের নাম বদলে রেখেছে মেটা। নামের সঙ্গে বদলেছে তাদের লোগোও। তাদের এখনকার বর্তমান ট্যাগলাইন হল “মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের বিবর্তন হচ্ছে তাই আমরাও নিজেদের উন্নত করছি।” এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক হলেও সমস্যা হল অন্য জায়গায়। একই নামের দুটি সংস্থা যা ঘিরে বিভ্রাটের শেষ নেই।
সংবাদসূত্রে খবর, “মেটাপিসি” নামের একটি কোম্পানি অনেকদিন আগেই এই নামটির জন্য নথিভুক্তকরণ করেছিল। এই কোম্পানিটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং সফটওয়্যার বিক্রি করে থাকে। এক বছরেরও বেশি পুরোনো এই সংস্থাটির মালিক জো ডার্গার এবং জ্যাক শাট। তাঁরা জানিয়েছেন, গত অগাস্ট মাসেই ওনারা প্রথম তাঁদের কোম্পানির ব্যান্ডের জন্য এই নামকরণের আবেদন করেছিলেন।
তবে এই সংস্থা এখনও “মেটা” নামের অধিকার পাননি, তাই ফেসবুকের সি.ই.ও মার্ক জুকারবার্গের কাছে এখনও সুযোগ আছে এই নামটি অধিকার করার। তবে জো এবং জ্যাকের এই সংস্থা আরও জানিয়েছেন, “২ কোটি ডলারের (ভারতীয় মূল্য ১৫০ কোটি টাকা) বিনিময়ে তাঁরা এই নামকরণের আবেদন তুলে নেবেন।”
আরও পড়ুন……..শহরে অভিযোগের বন্যা! বাজি ফাটানোয় মানা হল না কোর্টের নিষেধাজ্ঞাও
তবে বিষয়টিকে একটু হাস্যকৌতূক রূপ দেওয়ার জন্য তাঁরা তাঁদের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি মিম পোস্ট করেছেন, যাতে মার্ক জুকারবার্গকে “মেটাপিসি” ব্র্যান্ডের একটি কম্পিউটার হাতে নিয়ে দেখা গেছে এবং একটি ভিডিও-ও পোস্ট করা হয়েছে। যেই ভিডিওতে বলা হয়েছে “মেটাপিসি” ব্র্যান্ডের নাম বদলে রাখা হবে “ফেসবুক”।