১) গৃহিনীদের বলা হয় ঘরের দূর্গা। পরিবিরের দশভুজারা দশ হাতে সামলান সংসার। তাঁদের হাতেই এবার সেজে উঠলেন স্বয়ং ‘উমা’।
২) বালুরঘাটের গৃহিনী রুপালি চক্রবর্তী মাত্র পাঁচশো টাকার উপকরণে বানিয়ে ফেলেছেন দূর্গা প্রতিমা।
৩) কাপড়ের টুকরো, দড়ি, সুঁচ-সুতোয় সেলাই করে তিনি বানিয়েছেন দূর্গার পরিবার। উমার সঙ্গে রয়েছেন তাঁর চার ছেলেমেয়ে।
৪) আগে এই ধরণের প্রতিমা না বানালেও এবছর মনের টানে বানিয়ে ফেলেছেন এক অপরূপ নিদর্শন। তাঁর হাতের কাজের প্রশংসা করছেন সকলে।
৫) গৃহিনী রুপালি জানিয়েছেন, দূর্গাপুজোর চার দিন হাতে বানানো এই প্রতিমার পুজো হবে তাঁর গৃহে।
Follow us on
Back to top button