সীমা লঙ্ঘন করল ‘কার কাছে কই মনের কথা’! শ্বশুরবাড়ির তরফে এবার ‘খুনি’ তকমা পেল শিমুল
'খুনি' তকমা পেল ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র! জি বাংলার সিরিয়ালে আজব মোড়...

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি বরাবরই চর্চার দৌড়ে এগিয়ে। বিয়ের পর থেকে সিরিয়ালের অভিনেত্রী শিমূলের শ্বশুরবাড়ি একের পর এক অত্যাচার করে চলেছে তাঁর উপর। আর সবের বিরুদ্ধে একা লড়ে যাচ্ছেন অভিনেত্রী। শিমূলের যন্ত্রণা দেখে চোখে জল আসে দর্শকেরও। কখনও চরিত্রহীন তো কখনও নীচ! নানান তকমা পান শিমূল। তবে সব সীমা অতিক্রম করে এবার ‘খুনি’ তকমা দেওয়া হল তাঁকে।
সম্প্রতি ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের এপিসোডে দেখা যায়, শিমূলের ননদ পুতুলের হাতে
বেশ কিছু কাটা দাগ। আর সেই দাগ দেখার পরই শিমূলের শ্বশুরবাড়ির লোকজন আঙুল তোলে তাঁর
বিরুদ্ধে। শিমূলকে শুনতে হয়, পথের কাঁটা সরাতে পুতুলকে মেরে ফেলতে চেয়েছিল সে। কিন্তু পুতুল নিজেই জানায় যে সে ‘বউ’ তথা শিমূলের জন্যই বেঁচে ফিরতে পেরেছে।
রুদ্ধশ্বাস এই পর্বে মত পাল্টা মতের পালা চলতেই থাকে। আগামী এপিসোডে দেখা যাবে মতবিরোধ কোন পথে এগোয়। এরপর ‘কার কাছে কই মনের কথা’ কোনদিকে মোড় নেয় তা জানতে জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে দর্শকদের।