‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে চমক! বয়স বাড়ছে মানিক কমলার, নতুন চরিত্রে কারা?

তবে কি বড়ো হয়ে যাবে মানিক আর কমলা? নতুন প্রোমোতে চমক দিল স্টার জলসা

পূর্বাশা, হুগলি: বর্তমানে যে ধারাবাহিকগুলি টিভি পর্দায় দিনকে দিন জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে তার মধ্যে একটি হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। বিংশ শতাব্দীর সমাজ জীবন ও বাল্যবিবাহের এক অধ্যায় ফুটিয়ে তুলেছে এই ধারাবাহিক। কমলা ও মানিকের মিষ্টি রসায়ন এই ধারাবাহিকের অন্যতম প্রধান আকর্ষণ। এই কমলা আর মানিকেরই নাকি বয়স বাড়ছে! স্টার জলসার নতুন প্রোমো ঘিরে এখন ধোঁয়াশায় দর্শক।

Star jalsha,Bengali serial,Komola o Sreeman Prithviraj,Serial update

সম্প্রতি স্টার জলসার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লাল ঘিয়ে শাড়ি পরে কমলা আর সাদা ধুতি পাঞ্জাবি পরে মানিক। দুজনের কথাবার্তাতেই যেন বয়স্ক ভাব। যেন বাল্য জীবন পেরিয়ে বয়স বেড়েছে তাঁদের। কিন্তু তা সত্ত্বেও সেই দুষ্টু-মিষ্টি খুনসুটি রয়েই গিয়েছে।প্রোমোর শেষে দেখা যায়, হাসিমুখে কমলা বলছে ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক।

Star jalsha,Bengali serial,Komola o Sreeman Prithviraj,Serial update

এরপরই দর্শকের ধারণা, তবে কি সত্যিই বয়স বাড়ছে তাঁদের দুজনের? নাকি অন্য কোনো চমক? তবে মানিক আর কমলা স্পষ্ট জানিয়েছে, কী হবে তা দেখার জন্য দর্শকদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। সোম থেকে রবি সন্ধ্যা সাড়ে ছটায়। মানিক-কমলার গল্পে নতুন টার্ন দেখতে অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকেরা।




Leave a Reply

Back to top button