১) দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন রাজ ঘরণী শুভশ্রী। কিছুদিন আগেই এই ঘোষণা করে অনুরাগী দের চমকে দেন দম্পতি।
1/5
২) কিন্তু গর্ভাবস্থায় ছুটি না নিয়ে হবু মাতৃত্ব এনজয় করছেন শুভশ্রী। ডান্স বাংলা ডান্সের শ্যুটিং ফ্লোরে -ও উপস্থিত থাকছেন অভিনেত্রী।
2/5
৩) সেখানেই সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি এপিসোডে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে কোমর দুলিয়েছেন শুভশ্রী।
3/5
৪) তাঁর পরণে ছিল গোলাপি রঙের ড্রেস ও পায়ে হাই হিল। অতি সাবধানে নাচলেও পোশাকের কারণে কটাক্ষ শুনতে হল অভিনেত্রীকে।
4/5
৫) তাঁর সঙ্গে ‘দোতলা বাসের’ তুলনা জুড়লেন নেটিজেনেরা। যদিও এক তরফের দর্শকেরা এর বিরোধিতা করে বলেন, গর্ভাবস্থায় যেভাবে কাজ করে চলেছেন শুভশ্রী, তা সত্যিই প্রশংসনীয়।