পুজোর কেনাকাটায় চান সস্তা অথচ সুন্দর পোশাক? ঢুঁ মেরে আসুন কলকাতার চার শপিং ডেস্টিনেশনে

কলকাতার চার নামকরা শপিং ডেস্টিনেশন! না গেলেই মিস..

পূর্বাশা, হুগলি: শুরু হয়েছে পুজোর কাউন্ট ডাউন।
আর কিছুদিনের মধ্যেই ঢাকে পড়বে কাঠি। তার আগেই পুজোর শপিং সারতে ব্যস্ত বাঙালি। পুজোর
চারদিন চাই নজরকাড়া লুক। আর তার জন্য এখন
থেকেই শুরু হয়েছে শপিং। রবিবার ও ছুটির দিনে উপচে পড়া ভিড় জমছে কলকাতার শপিং ডেস্টিনেশনগুলিতে। আপনি কেনাকাটা করতে কোথায় যাবেন? রইল চার ঠিকানার হদিশ।

১) নিউ মার্কেট এসপ্ল্যানেড: পুজোর কেনাকাটার হট ডেস্টিনেশন হল নিউ মার্কেট। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সব ধরণের জামা, শাড়ি, জুতো, ব্যাগের পসরা সাজানো রয়েছে এখানে। রবিবার ছুটির দিনে এখানে ঢুঁ মেরে সেরে আসতে পারেন আপনার
পুজো শপিং।

Durga Puja,Festival of Bengal,Puja Shopping,Shopping Destination

২) গড়িয়াহাট: কলকাতায় ভালো কেনাকাটা করতে
চাইলে আপনার অবশ্য গন্তব্য হোক গড়িয়াহাট। এই মার্কেট কলকাতা অন্যতম পুরনো ও নামকরা মার্কেটগুলির মধ্যে একটি।

৩) হাতিবাগান: হাতিবাগান মার্কেট কলকাতার বিখ্যাত মার্কেটগুলির মধ্যে একটি। স্ট্রিট শপিং থেকে শপিং মল যা চাইবেন তাই পাবেন। ছুটির দিনগুলোতে এখানে জমে ঠাসাঠাসি ভিড়।

Durga Puja,Festival of Bengal,Puja Shopping,Shopping Destination

৪) দক্ষিনাপণ: কলকাতার অন্যতম নতুন ও জনপ্রিয় শপিং ডেস্টিনেশন হয়েছে দক্ষিনাপণ। এখানে নানাধরনের বুটিক থেকে হ্যান্ডলুম শাড়ি ও পোশাক সবটাই পাবেন ক্রেতারা।




Leave a Reply

Back to top button