১) পুজোয় আসছে বহু দেবের প্রতীক্ষিত ছবি ‘বাঘাযতীন’ (Bagha Jatin)। ভারতীয় মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন টলি সুপারস্টার দেব (Dev)।
1/5
২) ছবিতে ‘বাঘাযতীনের’ ন্ত্রী ইন্দুবালার চরিত্রে অভিনয় করবেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত (Sreeja Dutta)। ছবির টিজার প্রকাশের পরেই দর্শকদের নজর কেড়েছেন তিনি।
2/5
৩) ছবির অভিজ্ঞতা কি রকম? টিজার রিলিজের দিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অকপটে তার উত্তর দিলেন সৃজা। তিনি জানান, ছোট থেকেই অভিনয়ের প্রতি টান ছিল তাঁর। ইন্দুবালার চরিত্রের জন্য প্রতিযোগিতায় লড়াই করে নিজের জায়গা শক্ত করেছেন সৃজা
3/5
৪) ‘বাঘাযতীন’ তাঁর কাছে স্বপ্নের উড়ানের মতো। প্রতিটা দৃশ্যপট যেন স্বপ্নপূরণের হাতছানি। ইন্ডাস্ট্রি তে যে গডফাদার ছাড়াও সুযোগ পাওয়া যায়, তা নিজ দক্ষতায় প্রমাণ করেছেন সৃজা।