হাসানে’র চরিত্রের ছক ভাঙা অঙ্কুশ, সামনে এল ‘কুরবানে’র জলন্ত মোশান পোস্টার

এই ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে একদম নিম্ন মধ্যবিত্তের গল্প বলা হবে এখানে। বর্তমান সমাজে এই ধরনের মানুষের জীবনযাত্রা কতটা কঠিন হয়ে পড়ছে, ওঠা পড়ায় তারা কি করে সামাল দিচ্ছে। অথবা সামলাতে না পেরে কোন কঠিন পথ অবলম্বন করছে! সেই বিষয়েই উঠে আসবে বড় পর্দায়

শুভঙ্কর, কলকাতা: উসকো-খুশকো কাঁধ পর্যন্ত লম্বা চুল। গাল ভর্তি দাড়ি। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। চোখের তলায় কালি। গায়ে পড়ে রয়েছেন অপরিষ্কার রঙ উঠে যাওয়া পাঞ্জাবি। হাতে একটা সাইকেল। পিছনে দাউ দাউ করে জ্বলছে একটা নৌকা। জ্বলন্ত নৌকার পিছনে একটা গ্রাম। সামনে এল অঙ্কুশের আগামী ছবি ‘কুরবানে’র মোশন পোস্টার। কমার্শিয়াল ছবি দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করার পরে মূলত হাসির ছবিতেই বেশি দেখা যায় অঙ্কুশকে। তবে এবার তার অভিনীত চরিত্রের বদল আনতে চলেছেন তিনি। সেই আভাসই পাওয়া গেল নতুন ছবির পোস্টারে।

টলিউডের দীর্ঘদিন ধরে দাপিয়ে কাজ করছেন জেলা থেকে উঠে আসা অঙ্কুশ। টলিপাড়ায় সুপারস্টারের মর্যাদা পেয়েছেন তিনি। এতদিন পর্যন্ত বেশিরভাগ ছবিতেই তিনি কমার্শিয়াল হিরো থেকেছেন অথবা কমেডিভিত্তিক ছবিতে অভিনয় করেছেন। বাস্তব চরিত্রের ওপর তাঁর অভিনয় নেই বললেই চলে। তবে এবার সেই ধারা ভাঙতে আসছে ‘কুরবান’। বাংলার এক মুসলিম পরিবারের গল্প দেখানো হবে এই ছবিতে। এখানে অঙ্কুশের চরিত্রের নাম ‘হাসান’। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা অভিনয় করবেন তার স্ত্রীর ভূমিকায়। চরিত্রের নাম ‘হিজল’।

Ankush Hazra,Kurbaan,Priyanka Sarkar.

 

এই ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে একদম নিম্ন মধ্যবিত্তের গল্প বলা হবে এখানে। বর্তমান সমাজে এই ধরনের মানুষের জীবনযাত্রা কতটা কঠিন হয়ে পড়ছে, ওঠা পড়ায় তারা কি করে সামাল দিচ্ছে। অথবা সামলাতে না পেরে কোন কঠিন পথ অবলম্বন করছে! সেই বিষয়েই উঠে আসবে বড় পর্দায়। ‘হাসান’ চরিত্রটিও খুব সাদামাটা ও বর্তমানে মানুষের মধ্যে যে বোধ হারিয়ে যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। কোনও ছলনা তাঁর মধ্যে নেই। সে মনে করে জীবনে বাঁচতে গেলে কাউকে কোনওভাবেই ঠকানো উচিত নয়। ‘হাসানে’র এই সাধারণ জীবন যাপন কী বড় সমস্যার মধ্যে ফেলে দেবে তাকে এটাই দেখার। সিনেমাতে অঙ্কুশের থেকে আর কি চমক পাওয়া যায় সেদিকে নজর থাকবে দর্শকদের।




Leave a Reply

Back to top button