সত্যিটা জানতে পেরে অবাক সূর্য! ফের ঝড় তুললো ‘অনুরাগের ছোঁয়া’
কিছুদিন আগে এই সিরিয়ালের প্রমোতে দেখানো হয় সূর্য নিজের ভুল বুঝতে পারছে। সে জানতে শুরু করেছে যে সোনা ও রুপা তারই সন্তান। তাই এবার দীপার কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি সে। তবে এখানেও দর্শকদের একটা সন্দেহ থেকেই যাচ্ছিল। তবে সেই আশঙ্কার মেঘ সরে গেছে।

শুভঙ্কর, কলকাতা: স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ টিআরপির তালিকায় সবসময় উপরের দিকেই থাকে। শুরু থেকেই দর্শকরা এই সিরিয়ালকে অনেক ভালোবাসা দিয়ে এসেছে। ফলে দীর্ঘদিন ধরেই টিআরপির তালিকায় তারা প্রথম স্থান অধিকার করেছিল। কিন্তু এখন এই সিরিয়ালের প্রতি দর্শকদের বিরক্তি দেখা দিচ্ছে। তাঁদের অভিযোগ গল্প নিয়ে। একই ম্যাড়-ম্যাড়ে গল্প বাংলার দর্শকরা আর নিচ্ছেন না। তার প্রভাব পড়েছে টিআরপিতে। শেষ প্রকাশিত টিআরপি তালিকাতে পিছিয়ে পড়েছে অনুরাগের ছোঁয়া। আর তাতেই টনক নড়েছে নির্মাতাদের। এর জেরেই গল্পতে টুইস্ট এনেছে তারা। তাতেই ফের মজতে শুরু করেছে বাঙালির মা-কাকিমারা।
কিছুদিন আগে এই সিরিয়ালের প্রমোতে দেখানো হয় সূর্য নিজের ভুল বুঝতে পারছে। সে জানতে শুরু করেছে যে সোনা ও রুপা তারই সন্তান। তাই এবার দীপার কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি সে। তবে এখানেও দর্শকদের একটা সন্দেহ থেকেই যাচ্ছিল। অনেক সময় প্রমোতে দেখানো হয় এক। আর প্রধান এপিসোডে দেখানো হয় অন্য। তবে সেই আশঙ্কার মেঘ সরে গেছে। দর্শকরা দেখতে পেয়েছে সূর্য সত্যি সত্যি এবার দীপার কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি। এমনকি ডিএনএ পরীক্ষা করার জন্য তৈরি সে। এর সঙ্গে সঙ্গেই সোনা ও রুপা যে তার মেয়ে সেই বিশ্বাস সূর্যর মনে নিয়ে আসার জন্য দেখানো হচ্ছে সূর্য যখন হাসপাতালে যায় সেই সময় আর কবীর ও তার স্ত্রী ডাক্তারদের সঙ্গে কথা বলছিল। কথা শেষ হওয়ার পরে কবীরের স্ত্রী কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সূর্য ডাক্তারকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ডাক্তার উত্তর দেয় তারা কখনও বাবা-মা হতে পারবেনা। সূর্য জানতে চায় সমস্যাটা কার উত্তর আসে কবীরের। এরপরে সন্তানদের নিয়ে তার মনের মধ্যে যে সংশয় ছিল তা আরও পরিষ্কার হয়ে যায়।
আপাতত দৃষ্টিতে সবকিছু জলের মতো সহজ মনে হচ্ছে। তবে এটা যে বাংলা সিরিয়াল। গল্পে হঠাৎ কোনও পরিবর্তন আসে কিনা সেই দিকে নজর থাকবে সবার। আপাতত গল্পের এই টুইস্টে বেশ মজা পেয়েছেন দর্শকরা।