১) ফের ভিলেন রূপে ফিরছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। সদ্য শুরু হওয়া ‘তোমাদের রানি’ ধারাবাহিকে ফিরছেন তিনি।
1/5
২) টলিপাড়ার বেশ সাবলীলভাবে কাজ করে চলেছেন সোমাশ্রী। ‘গাঁটছড়া’ ধারাবাহিক ছাড়াও হইচই-এর ‘নিখোঁজ’ সিরিজে অভিনয় করেন সোমাশ্রী। সেখানে স্বস্তিকা মুখার্জির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
2/5
৩) এর আগে ‘খল’ চরিত্রে অভিনয় করে বেশ নজর কেড়েছেন সোমাশ্রী। পজিটিভ রোলেও তিনি পারদর্শী।
3/5
৪) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘তোমাদের রানি’ ধারাবাহিকে খল চরিত্রে দেখা যাবে তাঁকে।
4/5
৫) সোমাশ্রীকে নতুন চরিত্রে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।