‘জওয়ান’-এর ২ পার্ট আসছে? জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা

‘জওয়ান’ শুধু মশালা ছবি নয়, বরং ছত্রে ছত্রে রয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার সুর। কৃষক আত্মহত্যা থেকে স্বাস্থ্যের কঙ্কালসার চেহারা – শাহরুখ-অ্যাটলি জুটি ছুঁয়ে গিয়েছেন সব কিছুই।

‘বেটে কো হাত লাগানে কে পেহেলে, বাপ সে বাত কর’। ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের এই সংলাপ কি সমীর ওয়াংখেড়ের উদ্দেশ্যে? বছর দুয়েক আগে মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান খান। সেই সময় চুপ ছিলেন বাদশা। সাংবাদিকদের বলেছিলেন, যদি কোনও উত্তর দিতেই হয়, সেটা ছবির মাধ্যমে দেব। এটাই কি সেই উত্তর?

‘ভয়, টাকা, জাত-পাত, ধর্ম সম্প্রদায়ের বিনিময়ে ভোট দেওয়ার বদলে আমি চাই যে ভোট চাইতে আসে তাঁকে প্রশ্ন করুন, আপনার জন্য ৫ বছরে তিনি কী করবেন? আপনার ছেলের শিক্ষার জন্য তিনি কী করবেন? আপনার ছেলের চাকরি দিতে তিনি কী করবেন? আপনি অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কী করবেন? আঙুল তুলে প্রশ্ন করুন। আপনার একটা আঙুলেই রয়েছে সব ক্ষমতা।’ ‘জওয়ান’-এ শাহরুখের আরেক জনপ্রিয় মনোলগ। মনে করা হচ্ছে কেন্দ্রের শাসক দলের উদ্দেশ্যেই এই বার্তা দেওয়া হয়েছে ছবিতে।

Sanya Malhotra,Jawan,second Part,Bollywood,Shah Rukh Khan

এসব দেখে শুনে অনেকেই বলছেন ‘জওয়ান’ শুধু মশালা ছবি নয়, বরং ছত্রে ছত্রে রয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার সুর। কৃষক আত্মহত্যা থেকে স্বাস্থ্যের কঙ্কালসার চেহারা – শাহরুখ-অ্যাটলি জুটি ছুঁয়ে গিয়েছেন সব কিছুই। বক্স অফিসও ওলটপালট করে দিচ্ছে এই ছবি। ইতিমধ্যেই প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখন অনেকেই চাইছেন ‘জওয়ান’-এর দ্বিতীয় পার্ট। কিন্তু সত্যিই কি বানাবেন নির্মাতারা? এই নিয়ে মুখ খুললেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইরাম ওরফে সানিয়া মালহোত্রা।

‘জওয়ান’-এর ব্যাপক সাফল্যের পর পিঙ্কভিলা-কে একটি সাক্ষাৎকার দেন সানিয়া। সেখানে তিনি বলেন, ‘আমি নিজেও ছবির দ্বিতীয় পার্ট দেখতে চাই। পরিচালক অ্যাটলি এবং শাহরুখ খান নিশ্চয় ব্যাপারটা ভাববেন’। পাশাপাশি ছবির দ্বিতীয় পার্ট হলে তাতেও তিনি অভিনয় করতে চান বলে জানিয়েছেন সানিয়া। তাঁর কথায়, ‘অ্যাটলি এবং শাহরুখ খান নিশ্চয় আমাকে কাস্ট করবেন’।




Leave a Reply

Back to top button