এবার পুজোয় ট্রেন্ডিং আলিয়ার ‘রানি’ শাড়ি, কলকাতার কোথায় পাওয়া যাচ্ছে দেখে নিন

প্রতি বছরই পুজোর আগেই সেলিব্রেটিদের লুক ভাইরাল হয়। সে রকম পোশাক, সাজগোযে মেতে ওঠে আমজনতা। এবারও তার অন্যথা হয়নি।

মাস ফুরোলেই দুর্গাপুজো। ঢাকে কাঠি পড়ল বলে। তারপরই শুরু হয়ে যাবে ঢ্যাং কুরা কুর নাকুড় নাকুড়। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ চলছে। বনেদি বাড়িতে চলছে ঝাড়পোঁছ। এখন কেনাকাটার পালা। ষষ্ঠী থেকে দশমী – হাল আমলের ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিতে হবে তো!

প্রতি বছরই পুজোর আগেই সেলিব্রেটিদের লুক ভাইরাল হয়। সে রকম পোশাক, সাজগোযে মেতে ওঠে আমজনতা। এবারও তার অন্যথা হয়নি। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। তাঁর লুক নজর কেড়েছে সবার। শাড়ি থেকে গয়না – সবই এখন হট কেক।

Durga Puja,Rani Chiffon Saree,Kolkata,Fashion

ছবিতে শিফন শাড়ি পরেছিলেন আলিয়া। বাহারি রং। হালকা মেজাজ। সেই শাড়িই এবারের পুজোয় ট্রেন্ড করতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। দোকানে দোকানে ঝুলছে এই শাড়িই। বিক্রিও ব্যাপক। গোলাপি, হলুদ, সবুজ, আকাশি, লাল ইত্যাদি রঙের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে।

বলিউড স্টাইলের শাড়ি খুঁজতে মুম্বই যেতে হবে না। কলকাতাতেই পাওয়া যাচ্ছে। গড়িয়াহাটের হিন্দুস্তান রোড, ডোভার টেরেস তো বটেই বউবাজার, এসপ্ল্যানেড, ময়দান আর ফোরাম মলের সামনের দোকানগুলোতে ঢেলে বিক্রি হচ্ছে এই শাড়ি। দামেও সস্তা। ৮০০ থেকে শুরু হয়ে ৫ হাজার টাকার মধ্যে। জর্জেটের শাড়ির দাম শুরু হচ্ছে ৬৫০ টাকা থেকে।

বিভিন্ন রং, বিভিন্ন দাম। ইতিমধ্যেই কেনাকাটা শুরু করে দিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় রিলসও আসছে দেদার। সেখান থেকেই মিলবে শাড়ির দোকানের ঠিকানা। তরুণ প্রজন্মের মধ্যে এই শাড়ি যে ব্যাপক জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘুরলেই বোঝা যাবে এই সত্য। আর যারা ভিড়ভাট্টা এড়াতে চান, তাঁরা অনলাইনেই এই শাড়ি কিনতে পারেন। অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্টেও ঢেলে বিক্রি হচ্ছে আলিয়ার শিফন শাড়ি।   মনের মতো জিনিসটা পেতে চাইলে বেশি দেরি করলে চলবে না কিন্তু। কে বলতে পারে কখন শেষ হয়ে যায়।

 




Leave a Reply

Back to top button