কঠিন পথ পেরিয়ে স্বপ্নের দরজায়! সংগ্রামকে সফলতার ধাপ মানেন ‘তোমাদের রানীর’ দুর্জয়

স্বপ্নপূরণের 'দূর্জয়' কাহিনী শোনালেন 'তোমাদের রানীর' অর্কপ্রভ।

পূর্বাশা, হুগলি: স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ
রায়কে। চরিত্র অনুসারে নায়ক ‘দূর্জয়’ বিশেষ রগচটা মানুষ। সে পেশায় ডাক্তার। তাঁর মনে হয়, মেয়েদের কেবল সংসার করা উচিত। তবে, বাস্তব জীবনে দূর্জয় কেমন তা নিয়ে সম্প্রতি এক খোলামেলা আড্ডায় বসেন অভিনেতা। সেখানে জীবনের ‘দূর্জয়’ কাহিনি ফাঁস করলেন তিনি।

Star jalsha,New serial,Tomader Rani,Arko Prabha Roy

অভিনেতা জানান, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজও
করেন। তবে মনে চিরকালই ছিল অভিনয় করার আকাঙ্ক্ষা। জীবন সংগ্রামের পথে একসময় ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজও করেন তিনি।
তবে এই দিনগুলিকে নিয়ে এতটুকু হতাশা নেই তাঁর
বরং সংগ্রামই যে সফলতা আনে তা মনে প্রাণে বিশ্বাস করেন অর্কপ্রভ।

Star jalsha,New serial,Tomader Rani,Arko Prabha Roy

২০০৯ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি।
পাড়ি জমান মুম্বাইতে। বলি পাড়ার বেশ কিছু সিরিজে অংশ ছিলেন তিনি। যেমন, ‘পিচারস ২’ ও
‘আশ্রম ৩’। চার বছরের মুম্বাই সফরে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্কপ্রভ। এরপর তিনি ফিরে আসেন বাংলায়। বর্তমানে তিনি
স্টার জলসার নায়ক রূপে আত্মপ্রকাশ করেছেন।




Leave a Reply

Back to top button