‘জগদ্ধাত্রী’র অন্য রূপ দেখে অবাক দর্শকরা, কিরূপে সাজলেন তিনি

অঙ্কিতার বিভিন্ন লুক অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়। সিরিয়ালটিতেও যে খুব চড়া মেকআপে তাঁকে দেখা যায় তেমনটাও নয়। সাধারণ লুকেই দর্শকদের মন কেড়ে নেন তিনি। তার জৌলুস্য যে কোন বড় নায়িকাকে হারিয়ে দিতে পারে।

শুভঙ্কর, কলকাতা: এখন বাংলা সিরিয়ালের সবথেকে হিট ধারাবাহিক হল জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়াল তার প্রধান প্রতিপক্ষ ‘অনুরাগের ছোঁয়া’কে হারিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। এই সিরিয়ালের অভিনয় থেকে চিত্রনাট্য সবটাই দারুণ পছন্দ করেন বাংলার দর্শকরা। বিশেষ করে সবার মন কেড়ে নিয়েছেন ‘জগদ্ধাত্রী’ চরিত্রে অভিনয় করা অঙ্কিতা মল্লিক। সারল্যে ভরা তাঁর মুখ এবং দক্ষ অভিনয় বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই সিরিয়ালকে। ‘জগদ্ধাত্রী’ চরিত্রটি যেমন একধারে ঘরের সুশীল বৌমা তেমনভাবেই পুলিশ মহলে দুঁদে গোয়েন্দা। একসঙ্গে নিপুনভাবে এই দায়িত্ব সামলায় সে। চরিত্রের ‘ডিমান্ড’ অনুযায়ী নিজেকেও সেই ভাবেই তৈরি করে নিয়েছেন অঙ্কিতা। এই দুইয়ের মেলবন্ধনে ‘জগদ্ধাত্রী’ টিআরপির তালিকায় প্রথমে বিরাজ করছে।

অঙ্কিতার বিভিন্ন লুক অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়। সিরিয়ালটিতেও যে খুব চড়া মেকআপে তাঁকে দেখা যায় তেমনটাও নয়। সাধারণ লুকেই দর্শকদের মন কেড়ে নেন তিনি। তার জৌলুস্য যে কোন বড় নায়িকাকে হারিয়ে দিতে পারে। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। জি বাংলায় এই সিরিয়ালের সুযোগ পেয়ে যাবার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এখন প্রতিটি ঘরে নিজেদের মেয়ের মতোই পরিচিত ‘জ্যাস’। এইবার আরও একটি নতুন ছবি ভাইরাল হয়েছে তার। সেখানেই আবার বাজিমাত অঙ্কিতার। ছবি দেখে দর্শকরা বলছেন যেই চরিত্র দেয়া হোক না কেন তাতেই তিনি মানিয়ে যান।

Zee Bangla,Jagadhatri,Ankita Mallick,New look

 

সামনেই দুর্গা পুজো। অনেক অভিনেত্রী এখন থেকেই সেই সাজে সাজিয়ে নিচ্ছেন নিজেদেরকে। চ্যানেলগুলোতে মহালয়ার জন্য প্রস্তুতি তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দর্শকদের সামনে অন্যরূপে ধরা দিয়েছেন তিনি। দেখা যাচ্ছে দেবীর একটা অংশ রূপে সবার সামনে এসেছেন অঙ্কিতা। এখানে তাঁর গায়ের রং শ্যাম বর্ণ‌। পড়েছেন লাল শাড়ি। সেজেছেন হালকা গয়নায়। চুল এলোমেলো, মুখে রয়েছে পোড়া দাগ। মাথায় রয়েছে মুকুট। যা দেখে ফের মোহিত দর্শকরা।




Leave a Reply

Back to top button