টিআরপিতে বড় চমক, প্রথম তিন থেকে ছিটকে গেল ‘জগদ্ধাত্রী’, সেরার শিরোপা পেল এই সিরিয়াল

টিআরপি রেটিংয়ে বড় চমক। গত সপ্তাহে শীর্ষ স্থান দখল করেছিল ‘জগদ্ধাত্রী’। প্রথম স্থান থেকে নেমে গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে প্রথম তিন থেকেই ছিটকে গেল ‘জগদ্ধাত্রী’। বেঙ্গল টপার খেতাব উঠল সূর্য-দীপার মুকুটে।

টিআরপি রেটিংয়ে বড় চমক। গত সপ্তাহে শীর্ষ স্থান দখল করেছিল ‘জগদ্ধাত্রী’। প্রথম স্থান থেকে নেমে গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে প্রথম তিন থেকেই ছিটকে গেল ‘জগদ্ধাত্রী’। বেঙ্গল টপার খেতাব উঠল সূর্য-দীপার মুকুটে। ‘জগদ্ধাত্রী’ শুধু শীর্ষ স্থান থেকে ছিটকে গেছে তাই নয়, প্রথম তিনের মধ্যেই নেই তারা। বরং সেই জায়গায় উঠে এল ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’।

জি বাংলার ব্লুজ প্রোডাকশনের ‘জগদ্ধাত্রী’ কড়া টক্কর দিচ্ছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’কে। অনেকেই ভেবেছিল সূর্য-দীপাকে টক্কর দেওয়ার জন্য ‘জগদ্ধাত্রী’ এসে গেছে। কয়েক সপ্তাহ সূর্য-দীপা-মিশকার ত্রিকোণ কাহিনী জোর ধাক্কাও খায়। কিন্তু দীপা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খেলা ঘুরে গেল। তারওপর সূর্য জানতে পেরেছে, সোনা, রূপা তারই সন্তান। এখন দীপাকে কাছে পাওয়ার জন্য মরিয়া সূর্য। মিশকার কোনও জারিজুরিই আর খাটছে না।

TRP List,TRP List Week 36,jagadhatri,Anurager Chowa,Tomder Rani,phulki,Star Jalsha,Zee Bangla,Love Biye Ajkal,টিআরপি,টিআরপি তালিকা

এই পরিস্থিতিতে কী হয়, তা জানতে আকুল দর্শকরাও। একের পর এক ধাক্কায় দীপাও মানসিক ভাবে ভেঙে পড়েছে। শারীরিক ভাবেও অসুস্থ। এখন সূর্য কি দীপার কাছে ভুল স্বীকার করবে? মিশকার কী হবে? দীপা-সূর্যর মিল হবে নাকি তার আগেই শেষ হয়ে যাবে সব? সব মিলিয়ে টানটান উত্তেজনা। হু হু করে বাড়ছে টিআরপি রেটিংও।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘ফুলকি’। ধুমধাম করে জন্মাষ্টমী পালন হয়েছে। তার আগে হয়েছে ইলিশ উৎসব। ফুলকিও তার উপস্থিত বুদ্ধি দিয়ে দর্শকদের মন জয় করেছেন প্রতিদিন। নতুন নতুন চমক নিয়ে আসছেন নির্মাতারাও। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’। অনেকেরই আশঙ্কা ছিল রুবেল চোট পেয়ে শ্যুট না করায় গল্পে হয়ত চমক কমবে। তা তো হয়নি, উল্টে টিআরপি বেড়ে গেছে। এখনও পর্যন্ত সেরা তিনেই রয়েছে সৃজন-পর্ণার গল্প। টিআরপি তালিকায় আর কারা জায়গা পেল? রইল তালিকা।

প্রথম  অনুরাগের ছোঁয়া

দ্বিতীয় ফুলকি

তৃতীয় নিম ফুলের মধু

চতুর্থ  জগদ্ধাত্রী

পঞ্চম  রাঙা বউ

ষষ্ঠ   কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল

সপ্তম  খেলনা বাড়ি

অষ্টম  Love বিয়ে আজকাল

নবম  তুঁতে

দশম  বাংলা মিডিয়াম




Leave a Reply

Back to top button