শ্বশুরবাড়িতে ফের আঙুল উঠলো শিমূলের দিকে! এক ঘন্টার মহাপর্ব নিয়ে আসছে ‘কার কাছে কই মনের কথা’

ফের প্রশ্নের মুখে শিমূল! এবার কী তবে ঘুরে দাঁড়াবে সে?

পূর্বাশা, হুগলি: ধারাবাহিক দুনিয়ায় টিআরপি টক্কর
চলছেই। এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায়।
জনপ্রিয়তা বাড়াতে একের পর এক কৌশল করছে চ্যানেল কর্তৃপক্ষ। কিছুদিন আগেই জানা বাংলার পর্দায় শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি। অল্প কয়েক দিনের মধ্যেই এই সিরিয়াল দর্শকদের মন জয় যেমন করেছে তেমনই নানান বিতর্কের জন্ম দিয়েছে। বাংলার এক গৃহবধূ শিমূলের জীবনকাহিনী নিয়ে নির্মিত ‘কার কাছে কই মনের কথা’ দর্শকদের আকর্ষণ বাড়াতে নিয়ে আসতে চলেছে এক ঘন্টার মহাপর্ব।

Zee bangla,Bengali serial,Kar kache koi moner kotha,New episode,Serial update

জি বাংলার এই ধারাবাহিকে প্রায়শই দেখা যায়, অভিনেত্রী শিমূলের সঙ্গে নানান দুর্ব্যবহার করে তাঁর শ্বশুরবাড়ির মানুষজন। কখনও অত্যাচার চলে তো কখনও শুনতে হয় কটূ কথা। তার কিছু জবাব মুখের উপরই দিয়েছে শিমূল। তবে এখনও যে আরও লড়াই বাকি তা ইতিমধ্যেই আঁচ করেছেন দর্শককূল। আর এবার ফের শ্বশুরবাড়ির আঙুল উঠল শিমূলের দিকে। আশীর্বাদের গয়না কেন হাতে আসে নি তা নিয়ে কথা শুনতে হবে তাঁকে।

Zee bangla,Bengali serial,Kar kache koi moner kotha,New episode,Serial update

এমনকি এও অভিযোগ উঠবে যে শিমূল গয়না বন্ধক রেখে সেই টাকায় বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে গিয়েছিল। কিন্তু সেই সকল অভিযোগ কী মুখ বুজে সহ্য করবে শিমূল? নাকি পাল্টা উত্তর দেবে? জানতে হলে দেখতে হবে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের মহাপর্ব।




Leave a Reply

Back to top button