ফের মোটা নোটের ‘বান্ডিল’ হাতে মদন মিত্র, সঙ্গে রয়েছেন জুনিয়র পিসি সরকারের মেয়ে

তবে সম্প্রীতি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মদনদা নোটের খেলা খেলছেন। আশেপাশে যেখানে সব জায়গায় ইডি তাড়া করছে, তখনও বেশ খুশ মেজাজেই টাকার সঙ্গে খেলা করছেন মদন দা। তবে এই খেলাতেও সঙ্গী রয়েছে দুই সুন্দরী। কি মনে করছেন এই বিষয়টা সত্যিই?

শুভঙ্কর, কলকাতা: ‘লাভলী বয়’ বা ‘কালারফুল ছেলে’ হিসেবে আমরা কিন্তু একজনকেই জানি। বুঝতেই পারছেন কার কথা বলতে চাইছি। হ্যাঁ একদম ঠিক ধরেছেন, বলছি কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথা। তিনি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হয়ে ওঠেন। কখনও রাজনীতি নিয়ে আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়েও। তবে সম্প্রীতি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মদনদা নোটের খেলা খেলছেন। আশেপাশে যেখানে সব জায়গায় ইডি তাড়া করছে, তখনও বেশ খুশ মেজাজেই টাকার সঙ্গে খেলা করছেন মদন দা। তবে এই খেলাতেও সঙ্গী রয়েছে দুই সুন্দরী। কি মনে করছেন এই বিষয়টা সত্যিই? সত্যিই এতগুলো টাকা নিয়ে সে খেলা করছে? আসলে এটা কোন বাস্তব জীবন নয়। এক মিউজিক অ্যালবামের জন্যই তাকে এই রূপে দেখা যাচ্ছে। আমরা সবাই জানি তিনি রাজনীতির পাশাপাশি অভিনয় জগতেও এখন বেশ নজর কাড়ছেন। এমন কি তিনি বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন। এখন তিনি শ্যুট করছেন মিউজিক অ্যালবামের একটি গানের জন্য। গানটির নামও বড় অদ্ভুত। নাম হচ্ছে ‘টাকার গান’। গানটি গেয়েছেন নচিকেতা। সুর দেন সৌম্যদীপ হালদার। আর গানটির কনসেপ্ট লিরিক্স আর্ট ডিজাইন অভিজিৎ পাল। আপাতত এই গানের টিজার মুক্তি পেয়েছে। গানটি মুক্তি পাবে পরের মাসে।

মদন মিত্র অভিনীত এই গানের টিজার মুক্তি পেতেই তার ভিউ হয়ে গেছে ৩.৫ মিলিয়ন। গানটির কথা ‘টাকায় কলরব।’ এই গানের টিজারে দেখা যাচ্ছে টাকা চারপাশে ঘোরাঘুরি করছে সবাই। আর লিরিক্সে ভেসে আসছে নচিকেতার কন্ঠ। আজ থেকে আশি আমরা সবাই নচিকেতাকে খুবই ভালোবাসি। তাই যেখানে নচিকেতা ও মদন মিত্র একসাথে রয়েছেন সেখানে দর্শকদের তো উৎফুল্লতা থাকবেই। যবে থেকে মদন মিত্র অভিনয় জীবনে পা রেখেছেন তবে থেকেই তিনি বিভিন্ন ধরনের কাজ করতে আগ্রহী হচ্ছেন। সম্প্রীতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ ওহ লাভলি, আমার ডেবিউ করা ছবি বেশ হিট করেছে। দর্শকেরা বেশ সাদরে আমার ছবিটিকে গ্রহণ করেছে। আর এই কারণেই আমার এখন বিভিন্ন ধরনের কাজ করার ইচ্ছা জাগে”।

Madan Mitra,New Songs of Madan Mitra,Nachiketa,daughter of junior PC Sarkar

শুধু অভিনয়ই নয়, তিনি নিজে গানও করেন। নিজের প্রথম সিনেমাতে গান গেয়েছেন তিনি। সম্প্রীতি যে গান টিজার মুক্তি পেয়েছে সেটা দেখে প্রথমে কেউই বুঝতে পারেনি যে এটা কি হচ্ছে। পরে জানা গেল এটা একটা গানের শুটিং হচ্ছে। এখানে জুনিয়র পিসি সরকারের কন্যা মৌবনী সরকারকেও দেখা গেছে। এই গানটি সম্পর্কে অভিজিৎ বলেন, “ আমার মনে হচ্ছে গানটি সেরা কনট্রোভার্সিয়াল গান হতে চলেছে এই বছরের। এখন শুধু টিজার মুক্তি পেয়েছে। পুরো গান মুক্তি পেলে কি হবে তা বোঝাই যাচ্ছে।”




Leave a Reply

Back to top button