‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মোড় ঘোরানো পর্ব! চরম সত্যের মুখে দিশেহারা সূর্য কিভাবে ক্ষমা চাইবে দীপার কাছে?
সোনা-রূপার আসল পরিচয় জেনে গেল সূর্য! 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে আসছে বিশেষ পর্ব

পূর্বাশা, হুগলি: বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আসছে বহু প্রতীক্ষিত পর্ব। সোনা ও রূপার আসল পরিচয় জানতে পারল সূর্য। সে-ই যে
সোনা-রূপার বাবা তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সূর্যের কাছে। সম্প্রতি একটি প্রোমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে সূর্য। আর সেই রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে সোনা ও রূপা সূর্যর নিজের সন্তান! এরপর কী হবে? জানতে মুখিয়ে রয়েছে দর্শক।
বহুদিন ধরেই একটানা এপিসোড চলছে বলে অভিযোগ তুলছিলেন দর্শকেরা। এর প্রভাব পড়ে টিআরপি তালিকায়ও। যথারীতি শীর্ষ স্থান হারায় ‘অনুরাগের ছোঁয়া’। তাই এবার দর্শকদের চমক দিতে বড়সড় বদল আনল চ্যানেল কর্তৃপক্ষ। সূর্য যে সোনা রূপার বাবা তা এবার জানতে পেরে যাবে সে। কিন্তু এরপর? সবটা বুঝতে পারার পর দীপা কী ক্ষমা করবে সূর্যকে? এতদিন ধরে যে সকল আঘাত, অপমান সয়েছে সে তার প্রতিকার হবে কি করে? সূর্যই বা কিভাবে ক্ষমা চাইবে দীপার কাছে? সমস্ত উত্তর দেবে ‘অনুরাগের ছোঁয়ার’ আগামী এপিসোড।
প্রোমোতে দেখা যাচ্ছে ডিএনএ রিপোর্ট দেখার সময় দীপার মুখটা বারবার মনে পড়ছে সূর্যর। মনে পড়ছে সমস্ত পুরনো কথা। দীপার বলা প্রতিটি কথা যা বারংবার অস্বীকার করে গেছে সূর্য, একে একে মনে পড়ছে সেই সকল দৃশ্য। তবে কী এবার বুঝতে পারল সূর্য নিজের ভুল, সবটা জানতে পারার পর কী বলবে দীপা? জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।