জুতো খুললেই পা থেকে দুর্গন্ধ, সকলের সামনে লজ্জায় পড়ে যান এই উপায়গুলো ব্যবহার করে দেখুন
এছাড়াও কিছু সচেতনতামূলক কাজও আপনাকে করতে হবে। যেমন প্রতিদিনের মজা ধুয়ে পড়তে হবে। পায়ের পাতায় পাউডার ব্যবহার করা যেতে পারে ফলে ঘাম প্রতিরোধ হবে।

শুভঙ্কর, কলকাতা: বন্ধুবান্ধব মিলে আড্ডা মারছেন কিংবা ভিড় ট্রেনে বাসে যাতায়াত করছেন, এমন সময় কোন কারনে জুতো খুলতে হলেই সমস্যায় পড়েন? পা থেকে দুর্গন্ধ আসে? সবার সামনে অপমানিত বোধ করেন? তবে মনে রাখা ভালো এতে লজ্জিত বা অপরাধ বোধ করার মত কিছু নেই। তবে একটা অস্বস্তি তো থেকেই যায়। সেই জন্য ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করলেই এই সমস্যা থেকে পাবেন মুক্তি।
প্রথম যে পদ্ধতি যেটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে তা হল গরম জলে লেভেন্ডার তেল ব্যবহার করে পায়ে লাগানো। হালকা গরম জলে কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল ফেলে তাতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখলে পায়ের দুর্গন্ধের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যেতে পারে। ল্যাভেন্ডার একটি জনপ্রিয় ফুল যার রস থেকে বিভিন্ন সুগন্ধি তৈরি হয়। ফলে এর ব্যবহার করলে সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে বলেই মনে করা হয়।
এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ঘরে প্রত্যেকদিন ব্যবহৃত হবার একটি উপাদান। ভাবছেন কি? সেটি হলো আদা। প্রত্যেকের ঘরেই কমবেশি এই ভূমিজ ফল থাকে। আদার অনেক উপকারিতা রয়েছে আমরা জানি। তবে এটা কি জানতেন আদার রস পায়ের মেখে কিছুক্ষণ পরে তা ধুয়ে নিলে দুর্গন্ধ দূর হয়। আদার রস পায়ে ঘষে নিয়ে কিছুক্ষণ পরে তা গরম হালকা গরম জল দিয়ে ধুয়ে নিলেই উপকারিতা পাবেন।
ভিনিগার এই তরল পদার্থটির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। বিভিন্ন খাবার তৈরিতে বা সংরক্ষণে এর জুড়ি মেলা ভার। ঘরোয়া রান্নায় এর প্রচলন আগে অনেকটা কম থাকলেও এখন বেড়েছে। ভিনিগার জলে মিশিয়ে তা দিয়ে পা ধুয়ে নিলে পায়ের যে দুর্গন্ধের সমস্যা তা থেকে মুক্তি পেতে পারেন।
এছাড়াও কিছু সচেতনতামূলক কাজও আপনাকে করতে হবে। যেমন প্রতিদিনের মজা ধুয়ে পড়তে হবে। পায়ের পাতায় পাউডার ব্যবহার করা যেতে পারে ফলে ঘাম প্রতিরোধ হবে। ঘাম কম হলেই গন্ধ হবে না। এছাড়াও যদি খোলামেলা জুতো পড়ে কাজ চালানো যায়, তাহলে এই ধরনের জুতোই বেশি ব্যবহার করা ভালো হবে।