অন্যায় করলে শাস্তি মিলবে! স্কুলের হেডমাস্টারের হুমকির মুখে ‘কার কাছে কই মনের কথার’ পরাগ

শিমূলের পাশে এসে দাঁড়ালেন পরাগের স্কুলের হেড স্যার।

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘কার কাছে কই মনের কথায়’ বারবার গার্হস্থ্য হিংসার ছবি প্রকাশ্যে এসেছে। স্ত্রী শিমূলের গায়ে বহুবার হাত তুলতে দেখা যায় পরাগকে। ভালোবাসার বদলে শক্ত শিকলে বাঁধতে চাওয়া হয় শিমূলকে। তবে চুপ করে থাকে না শিমূল। অন্যায়ের প্রতিবাদ করে গর্জে ওঠে সে। তবে এবার আর শিমূল একা নয়। তাঁর পাশে এসে দাঁড়ালেন পরাগের স্কুলের হেড মাস্টার।

Zee bangla,Bengali Serial,Bengali Serial update,Kar kache koi moner kotha

সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশিত একটি ভিডিয়ো
তে দেখা যায়, শিমূলের উপর পরাগ যে অত্যাচার করে, তা সে পরাগের স্কুলের হেড স্যারের কাছে সবটা জানিয়ে দেয়। গায়ে হাত তোলা থেকে মৌখিক অপমান সমস্তটা জানায় শিমুল। সবটা শুনে পরাগের অন্যায়ের বিরুদ্ধে শিমূলের পাশে এসে দাঁড়ান হেডস্যার। তা নি বলেন, পরাগ যদি আবারও এহেন অন্যায় করে, তবে তাঁর মাইনের টাকা তিনি শিমূলের হাতে তুলে দিতে বাধ্য হবেন।

Zee bangla,Bengali Serial,Bengali Serial update,Kar kache koi moner kotha

হেড স্যার পরাগকে বলেন, শিমূলের যে অতীত ছিল তা সে এখন বহন করে বেড়াচ্ছে না। ফলে সেই অতীত নিয়ে তাঁকে খোঁটা দেওয়া অন্যায়। শিমূল যে তাঁর পরিবারে স্ত্রী হয়ে এসেছে তা পরাগের সৌভাগ্য। প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে। শিমূলেরও রয়েছে। তা তাঁর অন্যায় নয়। তাই এরপরেও যদি পরাগ তাঁর স্ত্রী কে সন্মান না করে, তবে পদক্ষেপ নেবেন হেড স্যার স্বয়ং।




Leave a Reply

Back to top button