টেলিভিশনে অভিষেক হতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদির! মেগাতে অধ্যায় শুরু দেবশ্রীর
বড় পর্দায় অভিনয়ের পর এবার টেলিভিশনের পা রাখতে চলেছেন দেবশ্রী

পূর্বাশা, হুগলি: বড় পর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গাঙ্গুলী। কিছুদিন আগেই আবির-ঋতাভরী অভিনীত ‘ফাটাফাটি’ ছবিতে অভিনয় করেছিলেন দেবশ্রী। এতদিন অভিনয় জগত থেকে দূরে থাকলেও এখন পর্দায় নানান চরিত্রকে ফুটিয়ে তুলতে সক্ষম ‘ইন্দুবালার’ দিদি। বড় পর্দার পরে এবার ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন দেবশ্রী গাঙ্গুলী।
সূত্রের খবর, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দেবশ্রী। এই ধারাবাহিকের মাধ্যমে মেগা পর্দায় হাতেখড়ি হবে তাঁর। লীনা গাঙ্গুলীর নতুন ধারাবাহিকে কাজের সুযোগ মেলায় অত্যন্ত খুশি দেবশ্রী গাঙ্গুলী। তিনি জানিয়েছেন, লীনাদির থেকে কাজের সুযোগ পেয়ে দ্বিতীয়বার ভাবিনি। সূত্রের খবর, দেবশ্রীর ধারাবাহিকে অভিনয়ের জন্য বোন শুভশ্রীকে প্রথম ফোন করে ‘ম্যাজিক মোমেন্টস’। শুভশ্রী ও রাজের সঙ্গে পরামর্শ করে এই ধারাবাহিকে অভিনয়ের সিদ্ধান্ত নেন দেবশ্রী।
প্রসঙ্গত, এক সুন্দর বেঁচে থাকার গল্প নিয়ে স্টার জলসার পর্দায় আসছে ‘জল থই থই ভালোবাসা’।
মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘চিনি ২’-এর পর ফের ধারাবাহিকে ফিরলেন
তিনি। নতুন ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী অপরাজিতার সঙ্গে স্ক্রিন ভাগ করতে পারবেন ভেবে আরও খুশি দেবশ্রী গাঙ্গুলী। তাঁর নতুন চরিত্র নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি।