আসছে ‘জব উই মেট ২’? ফের একসঙ্গে দেখা যাবে করিনা-শাহিদ জুটিকে!

‘জব উই মেট’ যখন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তখন দর্শকদের উন্মাদান ছিল চোখে পড়ার মতো। দর্শকদের সেই উন্মাদনা দেখে শাহিদ নিজেই বলেছিলেন নির্মাতাদেরকে এই মুভির সিক্যুয়েল করতে।

শুভঙ্কর, মুম্বাই: একসময়ের ইমতিয়াজ আলির সিনেমা মানেই একটা হই হই ব্যাপার। আলাদা কিছু দেখা তো যাবেই তার সঙ্গে লোকেশন নজর কাড়তো দর্শকদের। ‘জব উই মেট’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমাগুলি তাঁরই পরিচালনা।তবে বিগত কয়েক বছর ধরেই ইমতিয়াজের সময় মোটেও ভাল যাচ্ছে না। পরিচালিত সিনেমাগুলিও বক্স অফিসে বার ব্যর্থ হচ্ছে। এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার। জনপ্রিয়তা পাওয়া সিনেমাগুলির হাত ধরেই ফিরে আসতে চাইছেন তিনি। বলিউডের অন্দরে কানাঘুষা শোনা যাচ্ছে ‘জব উই মেট ২’ খুব শীঘ্রই আসছে। আপাতত জানা যাচ্ছে এই সিনেমার পরিচালনা করবেন ইমতিয়াজ আলিই।তবে কিছুই ঠিক না। এই সিনেমার প্রযোজনা সংস্থা অষ্টবিনায়ক ফিল্মসের কর্ণধার রাজ মেহতা। এমনকি এও শোনা যাচ্ছে এই সিনেমাতে ফের শাহিদ কাপুর ও করিনা কাপুর খানকেও দেখা যেতে পারে। কিন্তু সবকিছুই এখন আলোচনার পর্বে রয়েছে। সরকারিভাবে কোনও কিছুই জানানো হয়নি। এখনই বোঝা যাচ্ছেনা পরিচালক এবং অভিনেতা কে হবেন।

‘জব উই মেট’ যখন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তখন দর্শকদের উন্মাদান ছিল চোখে পড়ার মতো। দর্শকদের সেই উন্মাদনা দেখে শাহিদ নিজেই বলেছিলেন নির্মাতাদেরকে এই মুভির সিক্যুয়েল করতে।

Jab we met,shahid kapoor,kareena kapoor khan,imtiaz ali,Bollywood,jab We met 2

যদিও অভিনেতা পরে জানান, “মুভিটি যদি সিক্যুয়েল তৈরি করা হয় তাহলে যেন সবকিছু ঠিকঠাক থাকে। গল্প ও চিত্রনাট্য যেন ভাল হয়। যদি তা না হয় তাহলে মূল মুভিটি নষ্ট হয়ে যাবে।’ এছাড়াও তিনি আরও বলেন, ‘ ওই মুভিতে করিনার বিকল্প কেউ থাকতে পারবে না। আদিত্য চরিত্রে ঠিক কে অভিনয় করতে পারে তা আমি বলতে পারবো না। কিন্তু গীতের চরিত্রে করিনাকে অসাধারণ মানিয়েছিল। তাই আমি চাইবো যদি সিক্যুয়েল বানানো হয় তাহলে গল্পে যেন করিনাকে রাখা হয়।’ তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি ‘জব উই মেট ২’ হবে কিনা। যদি হয় আর সেই সিনেমাতে শাহিদ এবং করিনা থাকেন তাহলে দর্শকদের সেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আবারও দেখা যাবে বলে মনে করছেন সকলে।




Leave a Reply

Back to top button