“আজকের দিনটা খুব লাকি…” হঠাৎ খুশিতে ডগমগ ‘জুন আন্টি’ ঊষসী! হলো টা কী?

রানা সরকারের থেকে মিলেছে গিফট! সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করলেন ঊষসী।

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার আসছে নতুন ছবি ‘অঙ্ক কী কঠিন’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এই ছবির পরিচালনায় রয়েছেন সৌরভ পালোধি।প্রযোজনায় রানা সরকার। টলিপাড়ায় রানা সরকারের এক বদনাম হলো, সঠিক সময়ে নাকি তাঁর থেকে টাকা মেলে না। তা নিয়ে গুঞ্জন কম হয়নি। তবে সেই রানার থেকেই এবার অগ্রিম অর্থ পেলেন ঊষসী চক্রবর্তী। আর তাতেই খুশিতে ডগমগ জুন আন্টি।

Tollywood,Bengali movie,Upcoming movie,Gossip,Ushashi Chakraborty,Rana Sarkar

এদিন একটি ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন
‘আজ সকালে কার মুখ দেখে উঠেছি মনে নেই। কিন্তু দিনটা খুব লাকি। ছবি শুরুর আগেই প্রডিউসার রানা সরকারের থেকে অগ্রিম চেক আদায় করতে সক্ষম হয়েছি।’ এরপর ফের ঊষসী লেখেন, ‘ভাই, এটা ছোটখাটো সাফল্য নয়। ভাবছি আজ একটা লটারির টিকিট কাটলে কেমন হয়!’ অভিনেত্রীর পোস্ট দেখে দর্শকরা ভালোই বুঝতে পেরেছেন ঠিক কতটা খুশি হয়েছেন তিনি।

Tollywood,Bengali movie,Upcoming movie,Gossip,Ushashi Chakraborty,Rana Sarkar

আবার, ছবির কমেন্টস সেকশনে পাল্টা জবাব দিলেন রানাও। তিনি লিখলেন, “চেক বাউন্স করবে না তো?” সব মিলিয়ে বেশ একটা মজার ছলেই ব্যাপারটা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। যদিও পরে অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে বলেছেন, রানাদার ইমেজের চাইতেও তিনি বেশি চিন্তিত তাঁর টাকা নিয়ে। তবে ঘটনাটিতে যে বেশ মজা পেয়েছেন দর্শকেরা তা বোঝাই যাচ্ছে।




Leave a Reply

Back to top button