ফের বিয়ের পিঁড়িতে ভাস্বর? তার সঙ্গী এবার অভিনেত্রী দেবলীনা
ভাস্বর অভিনয় জীবনে বেশ সফল অভিনেতা হলেও ব্যক্তিগত জীবনে সফল হতে পারেননি। পরপর দুটো বিয়ে ভেঙেছে তাঁর। প্রথম বিবাহ বিচ্ছেদের পরে উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে বিয়ে হয়। তবে সে বিয়েও টেকেনি। অন্যদিকে দেবলীনা তথাগতর প্রাক্তন। তাহলে কি ভাস্বর ও দেবলীনার চার হাত এক হয়ে গেল?

শুভঙ্কর, কলকাতা: ‘কাজ সেরে ফেললাম’। হ্যাঁ দেবলীনাকে জড়িয়ে ধরে এমনই পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ভাস্বর। এই ছবিতে দেবলীনাকে দেখা যাচ্ছে একদম নতুন বউয়ের সাজে। মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় লাল টিপ। গলায় দুটো সোনার চেন। লাল-হলুদ মেশানো শাড়ি। পিছনে ভাস্বর দেবলীলার সঙ্গে রংমিলিয়ে পাঞ্জাবি পড়ে জড়িয়ে ধরেছেন তাঁকে। এই ছবি দেখার পরেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে তোলপাড় পড়ে যায়।প্রশ্ন ওঠে তাহলে কি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। তবে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি এখনও পর্যন্ত।
ভাস্বর অভিনয় জীবনে বেশ সফল অভিনেতা হলেও ব্যক্তিগত জীবনে সফল হতে পারেননি। পরপর দুটো বিয়ে ভেঙেছে তাঁর। প্রথম বিবাহ বিচ্ছেদের পরে উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে বিয়ে হয়। তবে সে বিয়েও টেকেনি। অন্যদিকে দেবলীনা তথাগতর প্রাক্তন। তাহলে কি ভাস্বর ও দেবলীনার চার হাত এক হয়ে গেল? এই প্রশ্নই উঁকি ঝুঁকি মারছে সবার মনে। অভিনেতা-অভিনেত্রী দুজনেই একই ছবি নিজেদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোতে পোস্ট করেছে। তার তলায় বিভিন্ন কমেন্টে জল্পনা আরও বাড়ছে। অভিনেত্রী কাঞ্চনা মৈত্র লেখেন- ‘যাক নিশ্চিন্ত হলাম’। এই কমেন্টের পর জল্পনায় হাওয়া লেগেছে। এক অনুরাগী লেখেন- ‘এটা রিল না রিয়েল প্লিজ বলুন, অভিনন্দন জানাতে পারছি না যে’। অনেকে আবার সেইসবের ধার ধারে না সবকিছু ভাল করে বোঝার আগেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁদের।
এই ছবি পোস্ট এবং তা দেখে তাদের বিয়ের জল্পনা ছড়িয়ে পড়া কোনও কিছু নিয়েই মুখ খোলেননি এই জুটি। জল্পনা জিইয়ে রেখেছেন তাঁরা। এর আগে এই জুটি একটি শর্ট ফিল্মের জন্য একসঙ্গে কাজ করেছেন। ‘কল্পনা’ নামের সেই স্বল্পদৈর্ঘ্যের সিনেমায় বেশ চুটিয়ে অভিনয় করেন তাঁরা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ফের জুটি বাঁধতে চলেছেন ভা ভাস্বর-দেবলীনা। তার পরিপ্রেক্ষিতেই এই ছবি। তবে সত্যিটা তাদের মুখ থেকেই জানা যাবে।