জুটি বাঁধলেন দীপা- স্বয়ম্ভু, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ছবি অবাক হচ্ছেন নেটনাগরিকরা

তবে এবার ঘটল উলট পুরান। সৌম্যদীপের সঙ্গে দেখা গেল স্বস্তিকাকে। সোশ্যাল মিডিয়ায় এই জুটির ছবি প্রকাশ হতে দর্শক মহলে সাড়া পড়ে গেছে। তাঁদের দুজনকে বেশ পছন্দ করছে নেটিজেনরা।

শুভঙ্কর, কলকাতা: বাংলা ধারাবাহিক সিরিয়ালের প্রথম ও দ্বিতীয় স্থানে নিজেদের ক্ষমতা ধরে রাখে দুই সিরিয়াল। ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। দুটি ভিন্ন চ্যানেলের সিরিয়াল। জি বাংলায় হয় ‘জগদ্ধাত্রী’। স্টার জলসা দর্শকদের মন কেড়ে নেয় ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়াল দু’টোয় কি পটভূমিতে গল্প এগোচ্ছে তা দর্শকদের নতুন করে বলে দেওয়ার কোনও দরকার নেই। ‘জগদ্ধাত্রী’তে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অঙ্কিতা মল্লিক। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’তে রয়েছেন দীপা তথা স্বস্তিকা ঘোষ। জগদ্ধাত্রী সিরিয়ালে অঙ্কিতার পাশে স্বয়ম্ভুর চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ মুখার্জী। অন্যদিকে স্বস্তিকার পাশে অভিনয় করেন দিব্যজ্যোতি দত্ত ওরফে দর্শকদের প্রিয় সূর্য। ছোট পর্দায় একে অপরের সঙ্গে প্রতিযোগিতা থাকলেও রিয়েল লাইফে তারা বেশ ভালোই বন্ধু। তবে এবার ঘটল উলট পুরান। সৌম্যদীপের সঙ্গে দেখা গেল স্বস্তিকাকে। সোশ্যাল মিডিয়ায় এই জুটির ছবি প্রকাশ হতে দর্শক মহলে সাড়া পড়ে গেছে। তাঁদের দুজনকে বেশ পছন্দ করছে নেটিজেনরা।

বিষয়টা একটু অন্যরকম ঠেকছে তাই না। তাহলে স্পষ্ট করে বলা যাক। সম্প্রতি পুজোর একটি ছবির শুটের জন্য একসঙ্গে দেখা গেল দুই বিপক্ষ সিরিয়ালের নায়ক-নায়িকাকে। একসঙ্গে ছবি তুললেন ‘জগদ্ধাত্রীর’ স্বয়ম্ভু ও ‘অনুরাগের ছোঁয়া’র দীপা। টেলিভিশনের পর্দায় এই দুজন নিজ নিজ নায়ক-নায়িকার সঙ্গে কামাল দেখালেও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জুটি নিয়ে আলোচনা চলছে। এদের দুজনকে একসঙ্গে দেখে দর্শকরাও বেশ খুশি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে দুজনেই সেজেছেন ঐতিহ্যশালী পোশাকে। এই পোশাকেও সৌম্যদীপ ও স্বস্তিকার মিল আছে। স্বস্তিকা এখানে পড়েছেন রংবেরঙের একটি শাড়ি। অন্যদিকে সৌম্যদীপ পাঞ্জাবি পাজামাতে সেজেছেন। এই পাঞ্জাবির হাতে রয়েছে কাজ করা। যা স্বস্তিকার শাড়ির সঙ্গে মিল রয়েছে।

Anurager Chowa,Jagadhatri,Ankita Mallick,Soumyadeep Mukherjee,Dibyojyoti Dutta,Swastika Ghosh

এতদিন সূর্যর সঙ্গে দীপাকে দেখে অভ্যস্ত অনুরাগীরা। সেই জায়গায় প্রধান প্রতিপক্ষ সিরিয়ালের নায়কের সঙ্গে তাঁর ছবি বেশ ভালোভাবে নিচ্ছে দর্শকমহল। দীপা এবং স্বয়ম্ভুর লুকটাও বেশ অন্যরকমের। যা দেখে দর্শকরা মনে করছেন এটা অন্যতম সেরা জুটি।




Leave a Reply

Back to top button