জীবন- যৌবনের গল্প নিয়ে আসছে ‘মেসবাড়ি’ দেখে নিন কে কে বলবেন এই গল্প
তার ইচ্ছা বাকি জীবনটা সকলের সঙ্গে আনন্দে হইচই করে কাটাবেন। কি গল্পের বিষয়বস্তু শুনে ভালো লাগলো তো। তবে শেষ পর্যন্ত তিনি আনন্দের সাথে কাটাতে পারবেন কিনা তা জানতে হলে অবশ্যই মেসবাড়ি সিনেমাটি দেখতে হবে।

শুভঙ্কর, কলকাতা: বর্তমানে সমস্ত সিনেমায় তৈরি হয় বাস্তব জীবনকে ঘিরে। আমরা দেখি বাস্তবে বয়স্ক বাবা-মা থাকলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ বয়সে এসে যদি একা বাঁচা যায় তাহলে সেই বাঁচাটা হবে অন্যরকম। ভাবছেন হঠাৎ করে এসব বলছি কেন? আসলে এরকমই একটা গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে ‘মেসবাড়ী’ নামে একটি সিনেমা। এই গল্পের মূল বিষয়বস্তু এক বৃদ্ধা তার স্বামীকে হারিয়েছেন। শেষ জীবনে এসে তিনি বৃদ্ধাশ্রমে না গিয়ে শহরের একটি মেসে ওঠেন। তার ইচ্ছা বাকি জীবনটা সকলের সঙ্গে আনন্দে হইচই করে কাটাবেন। কি গল্পের বিষয়বস্তু শুনে ভালো লাগলো তো। তবে শেষ পর্যন্ত তিনি আনন্দের সাথে কাটাতে পারবেন কিনা তা জানতে হলে অবশ্যই মেসবাড়ি সিনেমাটি দেখতে হবে।
মেসবাড়ী সিনেমার প্রধান চরিত্রে থাকছেন অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদার। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও দেবদূত ঘোষ। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবিটির প্রোডাকশন ‘অফ দ্য স্পেকট্রাম’। এছাড়াও ছবিটির চিত্র গ্রাহক সৌরভ গঙ্গোপাধ্যায়। সংগীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে গানের গলা দিয়েছে রূপঙ্কর বাগচী। এছাড়াও এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত, আবীর সেনগুপ্ত প্রমুখ।
মেসবাড়ী সিনেমার পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত এই সিনেমা সম্পর্কে বলেন, “ এই সিনেমায় খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রী আছেন। তাই আশা করছি এই সিনেমাটি দর্শকদের কাছে খুবই ভালোলাগবে। তবে এই সিনেমা থেকে দর্শকরা একটা সামাজিক বার্তাও পাবে। বাস্তব জীবনে অনেক বৃদ্ধাই আছেন, যিনি সকলের সাথে শেষ বয়সে এসে হাসিখুশিতে থাকতে চান। কিন্তু সেটা পারেন না। আর সেই জন্যই এমন এক ভাবনা নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।”