‘ফুলকি’ ধারাবাহিকে এবার জন্মদিন শোরগোল! সিরিয়ালে এন্ট্রি নিল রোহিতের প্রথম পক্ষের স্ত্রী

'ফুলকি' ধারাবাহিকে হাজির দ্বিতীয় হিরোইন?

পূর্বাশা, হুগলি: জি বাংলা ‘ফুলকি’ ধারাবাহিকের নাম এখন দর্শকদের মুখে মুখে। ছটফটে মেয়ে ফুলকি ক্রমশ জায়গা করে নিচ্ছে দর্শকদের মনে। বক্সিং ও সংসার যেভাবে ব্যালেন্স করছে তা ‘ফুলকির’ কেরামতি। ধীরে ধীরে নায়ক রোহিতের মনেও জায়গা হচ্ছে তাঁর। কিন্তু এর মাঝে ফের বিপত্তি। সিরিয়ালে এন্ট্রি হল নায়কের প্রথম পক্ষের স্ত্রীর।

Zee bangla,Bengali serial,Phulki,Serial Episode,Serial update

সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নায়ক রোহিতের জন্মদিন পালন হচ্ছে ধুমধাম করে। নিজের হাতে রোহিতকে পায়েস খাইয়ে দিচ্ছে তাঁর স্ত্রী ফুলকি। কিন্তু ঠিক সেই সময়েই ধারাবাহিকে পা রাখে নায়কের প্রথম স্ত্রী শালিনী। আর তা দেখেই ক্রুদ্ধ ফুলকি শুরু করে বক্সিং প্র্যাকটিস। এরপর কী হবে? শালিনীর বিরুদ্ধে কী করবে ফুলকি?

Zee bangla,Bengali serial,Phulki,Serial Episode,Serial update

জি বাংলার প্রোমো ভিডিয়ো দেখেই শোরগোল শুরু দর্শক মহলে। দর্শকদের গুঞ্জন, ফের না অন্য পথে গড়ায় গল্প। ফুলকি যেন থাকে রোহিতের জীবনে। মুখ বুজে না সয়ে যেন উচিত জবাব দেয় ফুলকি। কোন পথে এগোবে জি বাংলার এই ধারাবাহিক, তা জানতে টেলিভিশনে নজর রাখতে হবে দর্শকদের।




Leave a Reply

Back to top button