শিমূলের জীবনে ফিরে আসবে প্রেমিক শতদ্রু? প্রশ্ন ছুঁড়ল ‘কার কাছে কই মনের কথা’…

ফের শতদ্রুর মুখোমুখি হবে শিমূল! 'কার কাছে কই মনের কথায়' এল নতুন মোড়...

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে এবার নতুন অধ্যায়ের সূচনা।
ফের অতীতের মুখোমুখি হবে অভিনেত্রী শিমূল।
তাঁর পূর্ব প্রেমিক শতদ্রুর বোনের বিয়েতে কি নিয়ন্ত্রণ পেলেও আসবে সে? বর্তমানের হাত ধরে আরো কি ফিরতে চাইবে সে অতীতের সামনে? একাধিক প্রশ্নের উদ্রেক ঘটালো ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের নতুন ভিডিয়ো।

Zee bangla,Bengali serial,Serial update,Kar kache koi moner kotha,Entertainment

নিজের সাংসারিক জীবন নিয়ে বড্ড ব্যস্ত শিমূল।
পলাশ এখন তাঁর জীবনের নতুন অধ্যায়। কিন্তু অতীতের সম্পর্ককে ফেলে আসতে পারেনি সে। শ্বশুরবাড়িতে সেই সম্পর্কের দোহাই দিয়ে প্রায়শই শুনতে হয় খোঁটা। শতদ্রুকে সে চাইলেও মুছে ফেলতে পারেনি। এরইমধ্যে ফের শতদ্রুর বোনের বিয়েতে অন্যান্য বন্ধুদের নিমন্ত্রণ আসে। ঠিক হয় শিমূল আর পলাশকেও নিমন্ত্রণ করবে শতদ্রু।

Zee bangla,Bengali serial,Serial update,Kar kache koi moner kotha,Entertainment

কিন্তু নিমন্ত্রণ করলেই কি আসবে শিমূল? নাকি তাঁর জীবনে ফের শুরু হবে অশান্তির অধ্যায়? পরপর প্রশ্নের উত্তর দেবে ধারাবাহিক। আর জি বাংলার পর্দায় নজর রাখতে হবে দর্শকদের।




Leave a Reply

Back to top button