গোলকধাঁধার মুখে অবশেষে সূত্রের খোঁজ পেল জগদ্ধাত্রী! কিভাবে উদ্ধার করবে সে মূর্তিটি?

জগদ্ধাত্রী কি পারবে হারানো মূর্তি উদ্ধার করতে?

পূর্বাশা, হুগলি: এক কেস থেকে অন্য কেসের দৌড়
ঝাঁপ। একের পর এক রহস্যের পর্দা খুলছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। বেশ কিছু দিন ধরেই এক মূর্তি উদ্ধার কেস নিয়ে জটিলতা তৈরি হচ্ছিল। তবে কি এবার কাটবে সেই ধোঁয়াশা? এবার কি মূর্তির সন্ধান পাবে জগদ্ধাত্রী? জানা যাবে শীঘ্রই।

Zee bangla,Bengali serial,Serial update,Jagaddhatri,Entertainment

সম্প্রতি জি বাংলার তরফে একটি ভিডিয়ো প্রকাশ
করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সন্দেহভাজনের
পিছনে ছুটছে জগদ্ধাত্রী ও তাঁর টিম। অবশেষে তাঁকে পাকড়াও করে ফেলে তাঁরা। বন্দুক উঁচিয়ে জগদ্ধাত্রী তাঁকে ভয় দেখায়। ধারণা করা যাচ্ছে, এই ব্যক্তি সরাসরি মূর্তি চুরির সঙ্গে জড়িত। কিন্তু তাঁর মুখ দিয়ে কথা স্বীকার করানোই এখন চ্যালেঞ্জ-এর সামিল জগদ্ধাত্রীর কাছে।

Zee bangla,Bengali serial,Serial update,Jagaddhatri,Entertainment

জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক ক্রমশ মন জয় করছে দর্শকদের। রহস্য আর তদন্তের ছোটাছুটি মন কেড়েছে আট থেকে আশির।ধারাবাহিকের টিআরপি -ও বাড়ছে লাফিয়ে। মূর্তি উদ্ধার নিয়ে এখন টানটান উত্তেজনা চলছে। ‘জগদ্ধাত্রী’ কি খুঁজে পাবে তার সমাধান? জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি।




Leave a Reply

Back to top button