‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে ময়ুরী বনাম মেঘ! কোন পথে গড়াবে গল্পের টান?

আবার দ্বন্দ্বে জড়ালো ময়ুরী ও মেঘ!

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক
দুই বোনের গল্প নিয়ে বানানো। একজন ময়ুরী ও একজন মেঘ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মেঘ শান্ত স্বভাবের মেয়ে। তবে প্রয়োজনে মুখ খুলতে ছাড়ে না সে। অন্যদিকে ময়ুরী চায় মেঘের পরিবর্তে সমস্ত
স্বাচ্ছন্দ্য নিজে নিতে। এরইমধ্যে ধারাবাহিকের নায়ক নীলকে নিয়ে বাঁধে দ্বন্দ্ব। ময়ুরী ও মেঘ দুজনেই ভালোবাসে তাঁকে। তবে ভাগ্যের টানে নীলের বিয়ে হয় মেঘের সাথে।

Tollywood,Bengali Serial,Serial update,Zee Bangla,Icche putul

এই ঘটনা মেনে নিতে পারে না ময়ুরী। নানান ছল চাতুরি করে মেঘের জীবনে বিপদ ডেকে আনতে চায় সে। ইতিমধ্যে মেঘ ও নীলের সম্পর্কেও জমে অশান্তি। আলাদা হয় দুজনে। মেঘের জায়গা নিতে নীলকে বিয়ে করতে চায় ময়ুরী। তবে গিনির বিয়ের
মাধ্যমে ফের মুখোমুখি হয় মেঘ ও নীল। কিন্তু এ কি অশান্তির আভাস নাকি সম্পর্কের বাঁধন জোড়া
লাগার সম্ভাবনা?

Tollywood,Bengali Serial,Serial update,Zee Bangla,Icche putul

অন্যদিকে ফের মেঘের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় ময়ুরী। তাঁকে মুখের উপর উচিত জবাব দেয় মেঘ।
কিন্তু এসবের মাঝে দর্শকদের প্রশ্ন, সম্পর্ক কি জোড়া লাগবে দুজনের? আবার কি এক হবে মেঘ ও নীল? জানতে চোখ রাখুন জি বাংলায়।




Leave a Reply

Back to top button