কড়া নিরাপত্তার মধ্যে হতে চলেছে রাঘব-পরিণীতির বিয়ে

কঠিন নিয়ম মেনে চলতে হবে হোটেল স্টাফদের। যাঁরাই এই বিয়েতে আসবেন তাঁদের সম্পূর্ণ স্ক্যান করে প্রবেশ করানো হবে

শুভঙ্কর, রাজস্থান: এই যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। দিনের শুরু থেকে শেষ অবধি সব আপডেটই এখন মানুষের হাতের মুঠোয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর বিবাহের খবর হলে তো কোনো কথাই হচ্ছেনা। তার উপর যদি আবার সেলিব্রিটি বিবাহ হয়, তাহলে ফেসবুক থেকে এক্স হ্যান্ডেল জুড়ে বইয়ে যায় ছবি ও শুভেচ্ছার বন্যা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলিতে এখন আলোচ্য বিষয় হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া (উনি নিজেও একজন অভিনেত্রী) ও আম আদমি পার্টির মন্ত্রী রাঘব চাড্ডার বিবাহ।বলে রাখা ভালো, বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রীর সঙ্গে আপ মন্ত্রীকে বহু জায়গায় একসাথে দেখা যাচ্ছিল। বেশ কয়েক মাস আগে তাঁরা তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন এবং বিবাহের কথাও ঘোষণা করেন। যদিও মাঝে রাঘব চাড্ডা রাজনৈতিক অধিবেশনে ব্যস্ত ছিলেন বেশ কয়েকদিন। এছাড়াও রাজধানী ও জাতীয় রাজনীতির লড়াইয়ে তিনি বেশ কিছুদিন সময় দেন। তবে সময় হতেই বেজে যায় বিয়ের ঘন্টা। ইতিমধ্যেই পরিণীতি ও রাঘব নিজেদের বিবাহের প্রস্তুতিতে জোর কদমে লেগে পড়েছেন। জানা গিয়েছে, উপস্থিত থাকবেন দিল্লি, পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা, থাকবেন আরও একাধিক ব্যক্তিরা।

Raghav Chaddha,Parineeti Chopra,Bollywood,Politics,Wedding

এই মুহূর্তে নজর রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতির উপর। আগামী ২৪ সেপ্টেম্বর, রবিবার সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। ইতিমধ্যেই হবু বর কনে বাড়ির লোকজনের সঙ্গে পৌঁছে গিয়েছেন উদয়পুরে। হোটেল তাজ লেস প্যালেস থেকে বরযাত্রী রওনা দিয়ে আসবে লীলা প্যালেসে। সেখানেই হবে বিয়ে। ইতিমধ্যেই তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া অভিনন্দন জানিয়েছে পরিণীতিকে। নিরাপত্তার ক্ষেত্রে যেটা জানা গিয়েছে, কঠিন নিয়ম মেনে চলতে হবে হোটেল স্টাফদের। যাঁরাই এই বিয়েতে আসবেন তাঁদের সম্পূর্ণ স্ক্যান করে প্রবেশ করানো হবে। আগামী তিনদিনের মধ্যে কোনও হোটেল কর্মী বাইরে বেরোতে পারবেন না। এছাড়াও অতিথিরা এই বিয়েতে এসে ফোন ব্যবহার করতে পারবেন না। ফোনের ক্যামেরায় টেপ মেরে দেওয়া হবে যাতে ছবি তুলতে না পারেন তাঁরা। ১০০জন সিকিউরিটি গার্ড থাকবেন। লেক পিচোলায় ৪-৫ টি নৌকায় করে টহল দেবেন কিছু গার্ড।

 




Leave a Reply

Back to top button