মেঘনাদের পর্দাফাঁস করে বাজিমাত করল পর্ণা! “আবার ফিরবো…!” সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ল ধৃত মেঘনাদ

খেলা শেষ মেঘনাদের! বাজিমাত করল পর্ণা

পূর্বাশা, হুগলি: অবশেষে খেলা শেষ মেঘনাদের।
হাতেনাতে ধরে তাঁর পর্দা ফাঁস করল পর্ণা। বেশ কিছু দিন ধরেই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ‘মেঘনাদ’ নামক নতুন বিপদ হাজির হয়েছে পর্ণার জীবনে। আড়াল থেকে সে একের পর এক কাজ করে যাচ্ছে আর ক্রমাগত বিপদে ফেলছে পর্ণা ও তাঁর পরিবার কে। পর্ণার বন্ধু রুচিরাকেও কিডন্যাপ করে সে। আর সেখানেই করে ভুল! মেঘনাদের খেলা শেষে করে তাঁর ‘ভুল’ ধরিয়ে দিল পর্ণা নিজেই।

Tollywood,Entertainment,Serial Update Zee Bangla,Neem phooler modhu

জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যায় পর্ণার বন্ধু রুচিরাকে অপহরণ করে মেঘনাদ দাবি করে, যে পর্ণার শ্বশুরবাড়ির মহামূল্যবান গণেশ মূর্তি তাঁর হাতে তুলে দিতে হবে। কিন্তু তাঁর জানা ছিল না, পর্ণার কাছের মানুষদের বিপদে ফেলতে চাইলে আসলে বিপদ হবে তাঁরই। তাই পর্ণা মেঘনাদের সামনে দাঁড়িয়ে বলে, “আপনি বুদ্ধিমান ঠিকই, কিন্তু জেনে রাখবেন আমার পরিবারের বিপদ ঘটাতে চাইলে আমার চেয়ে সাংঘাতিক আর কেউ হবেনা।”

Tollywood,Entertainment,Serial Update Zee Bangla,Neem phooler modhu

তবে এরপরেও হার মানে না মেঘনাদ। সে আবার ফিরে আসবে বলে জানায় পর্ণাকে। সে পর্ণার উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে, এর পরের বার জয় হবে তাঁরই। এরপর কি হবে তা বলবে ধারাবাহিকের গল্প। যা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।




Leave a Reply

Back to top button