১) বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের মুভি ‘জওয়ান’। এই ছবিতে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।
২) এই ছবির মাধ্যমে প্রথম বলিউডে ডেবিউ করেন তিনি। অভিনেত্রী নয়নতারা অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন যথেষ্ট ভালো।
৩) গুজরাট, জামনগর, দিল্লি, তিরুভাল্লার স্কুলে পড়াশোনা করেন তিনি।
৪) মার্থোমা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন নয়নতারা।
৫) শাহরুখের বিপরীতে ‘জওয়ানে’ মন জয় করেছেন নয়নতারা। আগামী দিনে আরও নতুন চরিত্রে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি।
Follow us on
Back to top button