এবার পূজোর অফবিট ডেস্টিনেশন করুন উত্তরবঙ্গের রিকিসুম গ্রামে
শান্ত নিরিবিরি পরিবেশ চান, তাহলে আজই বুক করে নিন রিকিসুম গ্রামে যাওয়ার জন্য।

শুভঙ্কর, কলকাতা:পুজোর আর কয়েকটা দিন বাকি। এরপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে উঠবে। কিন্তু অনেকেই আছেন যারা দুর্গা পুজো মানে ঘুরতে যেতে ভালোবাসেন। কারণ সারা বছর কাজের চাপে তারা কোথাও ঘুরতে যেতে পারেন না। আর তাই পুজোর কটা দিন ছুটি পেলেই মন চায় বাইরে বেরোতে। তবে দূরে যাওয়ার সময় কারোরই হাতে নেই। তাই এবার পূজোতে আপনার যদি চান কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে তাহলে অবশ্যই যেতে পারেন রিকিসুম গ্রামে। এটি কালিম্পং একটি ছোট জনপদ। এই গ্রামের নাম কি কখনো আগে শুনেছেন? হ্যাঁ না সোনাটাই স্বাভাবিক। কারণ একসময় এর নাম এতটা বেশি প্রচলন ছিল না। কিন্তু এখন এর নাম বেশ প্রচলিত। কেন সেটা জানেন? আজকাল আমরা সবাই চাই একটু নিরিবিলির শান্ত মনোরম পরিবেশ। আর এই গ্রামে পাওয়া যাবে ঠিক এমনই পরিবেশ। এখানে হিমালয় পাহাড়ের কোলে, মনে হবে যেন সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। সব সব থেকে ভালো লাগে এখানকার সূর্যোদয়। কারণ সকাল হলেই পাইন, ফার,বার্চ প্রভৃতি গাছের মধ্যে দিয়ে সূর্যের আলো উঁকি মারে। সেই রোদেই তুষারবৃত্ত পাহাড় দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর তার সঙ্গে চলে রং পরিবর্তনের খেলা। কখনো কমলা তো কখনো উজ্জ্বল হলুদ আবার কখনো গোলাপী ও বেগুনীতে মিশে গেছে।
ভাবছেন শুধু কি পাহাড়ি দেখবেন? আর কিছু নেই এখানে। তবে বলে রাখি শুধু পাহাড় এখানে নেই আছে নাম না জানা বাহারি ফুলেরও গাছ। সেই গাছের রংও অপূর্ব সুন্দর। কোনোটা টুকটুকে লাল আবার কোনটা আসমানি। এছাড়াও পাহাড়ি রাস্তায় রয়েছে ম্যাগনোলিয়া এবং রডোডেনড্রন। যা পাহাড় দেখার মজা পেয়ে আরো দ্বিগুণ করে দেয়। থেকে বড় কথা এখানে তাপমাত্রা সারা বছরই অত্যন্ত মনোরম থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ ওঠে ২২-২৫ ডিগ্রি সেলসিয়াস। আর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ওঠে ৩ ডিগ্রি।
শুধু এই গ্রামে নয়, যদি চান ১০-১৫ কিলোমিটার আরও দূরে গিয়ে কিছু অফবিট জায়গা ঘুরে আসতে পারেন। রিকিসুম গ্রাম থেকে আধ ঘন্টা গাড়ি চেপে যাওয়া যাবে রিশপে। তবে ভাবছেন রিকিসুমে যাবেন কিভাবে? প্রথমে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে সড়ক পথে ১০০ কিলোমিটার দূরেই এই গ্রাম। এনজিপি স্টেশনে নেমে ভাড়া গাড়ি করেই যাওয়া যাবে সেই গ্রামে। আর এই গ্রামের সবচেয়ে কাছের বিমানবন্দর বাগডোগরা। তাহলে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বুক করে নিন এবং ঘুরে আসুন নিরিবিরি পরিবেশ থেকে।