১) চলতি বছরে সোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে রণজয়ের। তার পর থেকেই তাঁকে ঘিরে নানান গুঞ্জনের সূত্রপাত।
1/5
২) চলতি মাসের শুরুতে ‘ঝনক’ ধারাবাহিকের শ্যুটিংয়ে কাশ্মীর গিয়েছিলেন রণজয়। সেখানে পাহাড়ি ফ্রেমে তাঁর সঙ্গে দেখা যায় অভিনেত্রী পত্রালী চট্টোপাধ্যায়কে।
2/5
৩) আর এরপরেই পত্রালী ও রণজয়ের বিষয়ে বিস্তার জলঘোলা শুরু হয় অন্দরে। পত্রালীকে রণজয়ের ‘নতুন’ সঙ্গীর ডাকনামও দেওয়া হয়।
3/5
৪) কিন্তু সমস্ত জল্পনাতেই জল ঢেলে দিয়েছেন রণজয়। পত্রালীর সঙ্গে তাঁর ৩৫ বছরের বন্ধুত্ব স্বীকার বরে তিনি বলেন, এসব গসিপ তিনি গায়ে মাখানো না।
4/5
৫) বন্ধু বান্ধবের সঙ্গে নাম জুড়লে তা কেবল নিজেদের মধ্যে হাসাহাসি হয় বলেই উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন রণজয়ের প্রাক্তন সঙ্গী সোহিনী।