নতুন ঘরে পা রাখলেন গায়িকা জোজো মুখার্জি! লাল পেড়ে শাড়ি, চওড়া সিঁদুরে পুরোদস্তুর গৃহিণী তিনি…
পুজোর আগে নতুন গৃহে জোজোর পরিবার।

পূর্বাশা, হুগলি: নতুন ঘরে পা রাখলেন টলিপাড়ার খ্যাতনামা গায়িকা জোজো মুখার্জি। কিছুদিন আগেই এই বাড়ি কিনেছেন তিনি। পারিবারিক অতিথিদের নিয়ে সারা হল গৃহপ্রবেশের অনুষ্ঠান। পুজোর দিন লাল পেড়ে সাদা শাড়িতে নজর কাড়লেন গায়িকা। হাতে শাঁখা পলার সঙ্গে সোনার গয়না আর কপালে উজ্জ্বল সিঁদুরের টিপে ফুটে উঠল তাঁর গৃহিনী রূপ।
টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা জোজো। তাঁর হিট গান এখনও ঘোরে লোকমুখে। স্টেজে তাঁর জমকালো পারফরম্যান্সে হাততালি ওঠে ঘনঘন। মাইক হাতে তাঁর গায়িকা রূপ দেখেই অভ্যস্ত শ্রোতারা। কিন্তু সংসারে কতটা পটিয়সী জোজো? তা ফ্রেমবন্দী হল গৃহপ্রবেশের দিনে। করজোড়ে গৃহপ্রবেশের পুজোয় বসলেন গায়িকা। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে আদরে ভরালেন তিনি। অতিথিদের ঘুরে দেখালেন তাঁর নতুন বাড়ির আনাচ কানাচ।
এবার মুখার্জিদের নতুন বাড়িতে জমবে স্মৃতির পরত। একঝাঁক ফ্রেমে পুজোর মুহুর্ত সাজিয়ে রাখলেন জোজো। কখনও প্রদীপ হাতে তো কখনও মঙ্গলঘট সাজিয়ে গৃহপ্রবেশের পুজোয় পুরোদস্তুর গৃহিনীর দায়িত্ব পালন করলেন গায়িকা। পুজোর আগে নতুন বাড়িতে এসে বেশ খুশি জোজোর ছোট্ট ছেলে। নতুন বাড়িতে পা রাখার জন্য গায়িকাকে শুভেচ্ছায় ভরালেন অনুরাগীরা।