থাইল্যান্ডে ‘মিষ্টি’ সফর সৌম্য-সন্দীপ্তার! একঝাঁক ফ্রেমে বন্দী সাগরপারের ছবি…

মাঝেমধ্যেই ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সদ্য ঘুরে এলেন থাইল্যান্ড থেকে।

পূর্বাশা, হুগলি: অভিনেত্রী সন্দীপ্তা সেনের পায়ের তলায় সর্ষে। মাঝেমধ্যেই সময় পেলে এদিক ওদিক ঘুরে আসেন তিনি। কখনও বন্ধুদের সঙ্গে তো কখনও পরিবার বরাবরই টোটো কোম্পানি পছন্দ করেন অভিনেত্রী। সম্প্রতি ‘বোধন ২’-এর শ্যুটিং সেরে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা। সাগর পাড়ে একাধিক ছবিতে ফ্রেম বন্দী করে নেন বিশেষ মুহূর্তের স্মৃতিগুলি।

Tollywood,Bengali Actress,Sandipta Sen,Soumya Mukherjee,Trip,Thailand

সন্দীপ্তার ছবি দেখার পরই অনুরাগীদের মনে কৌতুহল জাগে, ক্যামেরার ওপাশে তাহলে কে? খানিকটা রহস্য রয়ে গেলেও বেশ বোঝা যায় ক্যামেরা ধরেছেন সৌম্য মুখার্জী। টলিপাড়ায় সৌম্য-সন্দীপ্তার সম্পর্ক এখন আর কানাঘুষো নেই। সকলেই জানেন তাঁরা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন। অনুরাগীদের প্রশ্ন ধেয়ে আসে, কবে বিয়ে করছেন প্রিয় অভিনেত্রী? প্রত্যুত্তরে সন্দীপ্তা বলেন “সময় হলেই জানতে পারবেন।”

Tollywood,Bengali Actress,Sandipta Sen,Soumya Mukherjee,Trip,Thailand

পুজোর আগে একাধিক অ্যাড ও প্রোমোশান নিয়ে ব্যস্ত রয়েছেন সন্দীপ্তা। তাছাড়া শীঘ্রই আসছে তাঁর
ওয়েবসিরিজ ‘বোধন ২’। আগের বছরের পুজোয় সন্দীপ্তা-দিতিপ্রিয়ার যুগলবন্দি ‘বোধন’ দর্শক মহলে সাড়া ফেলেছিল। এবছর তার পরের সিজন দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক।




Leave a Reply

Back to top button