১) একসময় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘খড় কুটো’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় ছিলেন তৃণা সাহা ও কৌশিক রায়।
২) ‘খড়কুটোর’ কৌশিক-তৃণা জুটিকে ডাকনামে ডাকা হত ‘সৌগুন’ বলে। ধারাবাহিকে কৌশিকের নাম ছিল সৌজন্য ও তৃণার নাম ছিল গুনগুন।
৩) ‘খড়কুটো’ শেষের পর থেকে জুটিকে ফের পর্দায় দেখতে চেয়েছে অনুরাগীরা। সম্প্রতি তৃণা-কৌশিকের একসঙ্গে ছবি তাই জল্পনা বাড়ালো।
৪) জুটি একসঙ্গে ছবি পোস্ট করে লিখেছে, তাঁরা একসঙ্গে এবারের পুজোয় কিছু আকর্ষণীয় উপহার দিতে চলেছে দর্শকদের।
৫) এরপরই দর্শকদের দাবি তবে কি ফিরছে ‘খড়কুটো ২’? উত্তর মিলবে শীঘ্রই।
Follow us on
Back to top button