১) চলতি বছরের পুজোয় আসছে চার বহু প্রতীক্ষিত সিনেমা। জোরদার টক্কর জমবে প্রেক্ষাগৃহে।
1/5
২) পুজোয় রিলিজ হবে সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রসেনজিত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান ও যিশু সেনগুপ্ত।
2/5
৩) দেবের বহু প্রতীক্ষিত মুভি ‘বাঘাযতীন’ মুক্তি পাবে এ বছর পুজোয়। দেবের সঙ্গে নজর কাড়বেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত।
3/5
৪) আবির-মিমির জুটিকে এই প্রথম ছবিতে দেখতে পাবেন দর্শক। পুজোর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দীতার ‘রক্তবীজ’।
4/5
৫) অরিন্দম শীল পরিচালিত ‘জঙ্গলে মিতিনমাসি’ মুক্তি পাবে এ বছর পুজোয়। আট থেকে আশির মন জয় করতে পর্দায় ফিরবেন কোয়েল মল্লিক।