মদ্যপ অবস্থায় নববধূর সম্মুখে হাজির রূপ! গিনির বিয়েতে ধুন্ধুমার কান্ড ‘ইচ্ছেপুতুলে’…
বিয়ের পরই স্বরূপ প্রকাশ রূপের...

পূর্বাশা, হুগলি: সদ্য বিয়ে হয়েছে মেঘের ননদ গিনির। রূপকে সে ভালোবাসে বিয়ের পিঁড়িতে বসেছে। কিন্তু বিয়ের ভাতকাপড়ের অনুষ্ঠানেই বাঁধল ঘোরতর অশান্তি। তার কারণ আর কেউ নয় স্বয়ং রূপ নিজে। মদ্যপ অবস্থায় নিজের ভাতকাপড়ের অনুষ্ঠানে প্রবেশ করে সে। নিজের সদ্য বিবাহিত স্বামীর এহেন ‘রূপ’ দেখে হতবাক হয়ে যায় গিনি।
নিত্য নেশা করা রূপের স্বভাব। আর নিজের বিয়ের অনুষ্ঠানেও তা থেকে বিরত থাকতে পারলো না সে। নেশাগ্রস্থ অবস্থায় ভাতকাপড়ের অনুষ্ঠানে প্রবেশ করে এলোমেলো কথা বলতে থাকে রূপ। বলে, সে এই বিয়েটা করতে চায়নি। তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজনের কাছেও গিনি জানতে পারে রূপ মোটেই ভালো ছেলে নয়। তবে কি কোনোও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল গিনি। মনের
মধ্যে একরাশ প্রশ্ন পুষে ছলছল চোখে দাঁড়িয়ে থাকে গিনি।
প্রসঙ্গত, জি বাংলার ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকটি দুই বোনের গল্প নিয়ে তৈরি। মেঘ ও ময়ূরী। দুজনের মধ্যে মেঘ হল শান্ত স্বভাবের মেয়ে যে কিনা সকলকে নিয়ে থাকতে ভালোবাসে।অন্যদিকে ময়ুরী মেঘের জীবনে বিপদ ডাকতে সদা প্রস্তুত। এর মধ্যে গোল বাঁধে একই নায়ককে দুই বোন ভালোবেসে ফেলায়। তবে শেষমেশ মেঘের সাথেই নীলের বিয়ে হয় আর ময়ুরী চায় মেঘের সংসারে ঢুকে নিজের আধিপত্য বাড়াতে।