১) বেঙ্গল টপার জুটি সূর্য-দীপার বিবাহবার্ষিকীতে বিরাট আয়োজন করছে স্টার জলসা।
২) অনুষ্ঠান জমাতে উপস্থিত থাকবেন টলিপাড়ার নক্ষত্ররা। অতিথি আসনে থাকছেন কুমার শানু অলকা ইয়াগ্নিক।
৩) অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তৃণা ও রোহন। নাচে-গানে জলসা মাতাবেন স্টার জলসার নায়ক নায়িকারা।
৪) গোটা ‘অনুরাগের ছোঁয়া’ পরিবার তো থাকছেই। যার কেন্দ্রমণি সূর্য-দীপা।
৫) আগামী ১ অক্টোবর নাচে-গানে-আড্ডায় ভরে উঠবে ‘অনুরাগের ছোঁয়ার’ মঞ্চ। অনুষ্ঠান দেখতে উৎসাহী দর্শকেরা।
Follow us on
Back to top button