পুরনো ধারাবাহিক দর্শক ভালোবাসায় ফিরেছে পর্দায়! কতটা খুশি ‘ফাগুন বউ’ জুটি?

নিজেদের ফের একবার পর্দায় দেখে খুশি মহুল-অয়নদীপ।

পূর্বাশা, হুগলি: স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ফাগুন বউ’। বেশ কিছু আগে এই ধারাবাহিক শেষ হলে পর দর্শকরা দাবি তোলেন আরও একবার নতুন করে ফিরুক মহুল-অয়নদীপের জুটি। আর তাই দর্শক চাহিদাকে মাথায় রেখে নতুন সিরিয়ালের পাশাপাশি পুরনো ধারাবাহিকের মেলবন্ধন ঘটালো স্টার জলসা। ‘ফাগুন বউ’য়ের মতোই ফেরানো হয়েছে স্টার জলসার অল টাইম হিট ‘বোঝে না সে বোঝেনা’ ধারাবাহিকেও।

Star Jalsha,Bengali Serial,Polular Serial,Re tele casting,Phagun Bou

স্টার জলসার ‘ফাগুন বউ’ সিরিয়ালটি এক মিষ্টি প্রেমের গল্প শোনায়। বিক্রম চ্যাটার্জি ও ঐন্দ্রিলার সেনের জুটি নজর কাড়ে দর্শকদের। আপাতত পুরনো এপিসোডগুলিকেই রি-টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। রাতের দিকে দেখানো হয় এপিসোডগুলি। টিআরপি বাড়াতে জলসার এই সিদ্ধান্তে খুশি দর্শকরাও।

Star Jalsha,Bengali Serial,Polular Serial,Re tele casting,Phagun Bou

অন্যদিকে, বড় পর্দায় কাজ নিয়ে বেশ ব্যস্ত ঐন্দ্রিলা
ও বিক্রম। কিছুদিন আগেই প্রকাশ পায় তাঁর ও অঙ্কুশের সিনেমা ‘লাভ ম্যারেজ’। অন্যদিকে বিক্রম ও সোলাঙ্কি অভিনীত ‘শহরের উষ্ণতম দিনে’ মন কেড়েছে সিনেপ্রেমীদের। ছোট পর্দায় নিজেদের জুটিকে ফিরতে দেখে খুশি বিক্রম-ঐন্দ্রিলা।




Leave a Reply

Back to top button