সূর্য-দীপার মুখে হাসি ফুটতেই অশনি সংকেত নিয়ে হাজির মিশকা! তবে কি ফের ভাঙন ধরবে ‘অনুরাগের ছোঁয়ায়’?

সূর্য-দীপার বিবাহবার্ষিকীর দিনে বাড়িতে এল মিশকা! ফের দূরে সরবে সূর্য-দীপা?

পূর্বাশা, হুগলি: দীর্ঘ দূরত্ব কাটিয়ে পরস্পরের কাছাকাছি এসেছে সূর্য-দীপা। একে অপরের মধ্যে কেটেছে সমস্ত ভুল বোঝাবুঝি। সোনা-রূপাকে নিয়ে নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখছে দুজনে। কিন্তু এরইমধ্যে ফের নতুন অশান্তি সৃষ্টি করল মিশকা। সূর্য আর দীপাকে একসঙ্গে থাকতে দেবে না বলে প্রতিজ্ঞা নিয়েছে সে। সবার সামনে দাঁড়িয়ে মিশকা বলেছে, তাঁর গর্ভে ধীরে বেড়ে উঠছে সূর্যর সন্তান।

Star Jalsha,Bengali Serial,Serial update,Anurager Chowa

কিন্তু এ কথা কী আদৌ সত্যি? বিশ্বাস করে না দীপা। সে মনে মনে জানে সূর্য কোনোও ভুল করতে পারেনা। তাই সূর্যের উপর থেকে কলঙ্ক সরাতে একের পর এক পদক্ষেপ নেয় সে। এরইমধ্যে সূর্য-দীপার বিবাহবার্ষিকী চলে আসায় উৎসব, অনুষ্ঠান চলে তাঁদের বাড়িতে। লাল বেনারসি আর ধূতি পাঞ্জাবিতে সেজে ওঠে সূর্য-দীপা। সবার সামনে আবার বিয়ে হয় তাঁদের। কিন্তু এরইমধ্যে নতুন অশনি সংকেত হাজির করে মিশকা।

Star Jalsha,Bengali Serial,Serial update,Anurager Chowa

সূর্য-দীপার বিয়ের অনুষ্ঠানের মাঝে হাজির হয়ে মিশকা বলতে থাকে, সে যা বলছে সব সত্যি। আর তার কথা যে মোটেও মিথ্যে নয়, তা প্রমাণ করার জন্য সূর্যকে ডিএনএ টেস্ট করতে বলে সে। কিন্তু এই টেস্টের ফল কী হবে? আবার ভাঙন ধরবে না তো সূর্য-দীপার সম্পর্কে? উত্তর দেবে ধারাবাহিক।




Leave a Reply

Back to top button