নতুন ছবিতে জুটি বাঁধছেন সানি-আমির-রাজকুমার! বড় পর্দায় আসছে ‘লাহোর ১৯৪৭’…

সানি দেওলের নতুন ছবিতে প্রযোজনার দায়িত্ব পেলেন আমির খান! শীঘ্রই পর্দায় 'লাহোর ১৯৪৭'

পূর্বাশা, হুগলি: বলি পর্দায় ফের দেশভাগের স্মৃতি।
নতুন ছবি নিয়ে আসছে সানি দেওল ও আমির খান
জুটি। ছবির নাম ‘লাহোর 1947’। দেশপ্রেমের তিন রঙে রাঙিয়ে দেশবাসীকে এই ছবি নিয়ে যাবে স্বাধীনতার বছরে। ছবির পরিচালনা করবেন রাজ কুমার সন্তোষী ও প্রযোজনা করবেন আমির খান। ছবির নায়ক সানি দেওল। সম্প্রতি একসঙ্গে ছবি শেয়ার করে নতুন ছবির খবর জানিয়েছেন ত্রয়ী।

Bollywood,Movie,Upcoming Movie,Lahore 1947,Sunny Deol,Amir khan

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘গদর ২’ ছবিটি বক্স অফিসে দুরন্ত খেল দেখিয়েছে। দর্শক মহলে জনপ্রিয়তা পেয়ে বেশ খুশি সানি দেওল। এরই মধ্যে ফের নতুন ছবিতে কামব্যাক হচ্ছে তাঁর। এই ছবির প্রেক্ষাপটও দেশভাগ। অন্যদিকে রাজকুমার
সন্তোষীর সঙ্গে আমিরের কাজ করার কানাঘুষো এবার হচ্ছে বাস্তবায়ন। ক্যামেরার পিছনে খেল দেখাবেন দুজনে। আমির-সানি-রাজকুমার ত্রয়ীর পরবর্তী ছবি দেখতে মুখিয়ে রয়েছে দর্শককূল।

Bollywood,Movie,Upcoming Movie,Lahore 1947,Sunny Deol,Amir khan

আপাতত সদ্য ছবির ঘোষণা হয়েছে অফিসিয়ালি।
ছবি মুক্তির দিনক্ষণ-সহ কোনোও তথ্যই জানানো হয়নি। ছবির শ্যুটিং শুরু হতে পারে শীঘ্রই। তবে দর্শক মহলের উত্তেজনার পারদ এখন থেকেই চড়ছে। ছবি মুক্তির পর হলে ভিড় যে জমবে তা ধারণা করাই যায়।




Leave a Reply

Back to top button