জলসার পাতায় জমেছে পাখি-অরণ্যের কেমিস্ট্রি! নতুন ‘বোঝেনা সে বোঝেনায়’ মত্ত দর্শক…

স্টার জলসার পর্দায় ফিরেছে 'বোঝেনা সে বোঝেনা'।

পূর্বাশা, হুগলি: স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বললেই প্রথম দিকে নাম আসে ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের। বছর কয়েক আগে শেষ হওয়া এই সিরিয়ালের দর্শক চাহিদা এখনও তুঙ্গে। পাখি-অরণ্যের রসায়ন আগের থেকেই হিট ছিল দর্শক মহলে। তাই ধারাবাহিক শেষ হতে মনখারাপ হয় অনুরাগীদের। সম্প্রতি স্টার জলসা নতুন এক পন্থা মানতে আগ্রহী। পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে পুরনো সিরিয়ালগুলিকে। আর দর্শক চাহিদার কথা মাথায় রেখে ফেরানো হয়েছে ‘বোঝেনা সে বোঝেনা’ কেও।

Star Jalsha,Bengali Serial,Bojhena Shey Bojhena,Retelecasting

ফলে ফের পর্দা ফেরত হয়েছে পাখি-অরণ্যের জুটি।
হাসি, ঠাট্টা, প্রেম, অভিমানে একটু একটু করে হেঁটে চলছে ‘বোঝেনা সে বোঝেনা’। পুরনো এপিসোড তো কি! এর মধ্যে দিয়েই নতুন করে আগ্রহ খুঁজছে
দর্শক। স্টার জলসায় পুনরায় চালু হওয়া এই ধারাবাহিক দেখতে এখনও টিভি পর্দার সামনে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা। ‘বোঝেনা সে বোঝে নার’ মতোই জলসার পর্দায় ফিরেছে ‘ফাগুন বউ’ সিরিয়ালও।

Star Jalsha,Bengali Serial,Bojhena Shey Bojhena,Retelecasting

 

প্রসঙ্গত, ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পর পাখি-অরণ্যের জুটিকে ফের একসঙ্গে দেখা যায়নি কোথাও। যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার ব্যস্ত যে যার নিজের জগতে। বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত যশ। অন্যদিকে ওয়েব প্ল্যাটফর্ম ও বড় পর্দা দক্ষ হাতে সামলাচ্ছেন মধুমিতা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘চিনি ২’।




Leave a Reply

Back to top button