জীবনের নতুন শুরুর সামনে দাঁড়িয়ে মেঘ! তবে কি এবার অন্য খাতে বইবে তাঁর জীবন?

হঠাৎ সুখবর পেল 'ইচ্ছে পুতুলের' মেঘ!

পূর্বাশা, হুগলি: জি বাংলার এক অতি পরিচিত সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মেঘের জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। বেশ কিছু দিন আগেই নিজের সংসার ও সম্পর্ককে ছেড়ে এসেছে সে। নীল ও তাঁর সম্পর্কে এসেছে ভাঙন। তবুও পুরনো স্মৃতি মুছতে পারেনি মেঘ। আর তার মাঝেই নতুন সুখবরে তাঁর ঠোঁটের কোণে ফুটলো ইষৎ হাসি।

Zee bangla,Bengali Serial,Icche Putul,Serial update

গান নিয়ে পথ চলা শুরু করবে মেঘ। সর্বসমক্ষে অনুষ্ঠানের পর এবার জিষ্নুর সঙ্গে যুগলবন্দি অ্যালবাম বেরোবে তাঁর। নিজের গান নিয়ে কখনও আলাদা করে ভাবেনি মেঘ। তবে এবার সেই সুর তাঁকে পৌছে দিল এক অন্য জীবনের পথে। নতুন জীবনে পা রেখে কি পুরনো কথা ভুলতে পারবে মেঘ? নীলের প্রতি মুছে যাবে তাঁর ভালোবাসা? মনে মনে সন্দিহান মেঘ নিজেও।

Zee bangla,Bengali Serial,Icche Putul,Serial update

অন্যদিকে নীলের সঙ্গে গাঁটছড়া বাঁধার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ময়ুরী। শিগগির বিয়ে হতে চলেছে তাঁদের। এই ধাক্কা সয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়া কঠিন। তবুও শিড়দাঁড়া সোজা রেখে এগিয়ে চলছে মেঘ। একদিন গানই হবে তাঁর পরিচয়। নতুন অ্যালবাম তৈরির খুশিতে মুখে হাসি ফোটে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের নায়িকা মেঘের।




Leave a Reply

Back to top button