“এবার যেন…” আট মাসের গর্ভাবস্থায় পৌছে মনের সুপ্ত ইচ্ছে প্রকাশ করলেন হবু মা শুভশ্রী

দ্বিতীয় সন্তান আসছে শুভশ্রীর, তার আগেই মনের ইচ্ছে প্রকাশ করলেন হবু মা।

পূর্বাশা, হুগলি: দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন
টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। প্রথম সন্তান ইউভানের পর ‘রাজশ্রীর’ সংসারে আসছে নতুন সদস্য। কিছুদিন আগেই সাধভক্ষণ হয়েছে তাঁর। ডিসেম্বর মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন হবু মা। আর তার আগেই নিজের মনের সুপ্ত ইচ্ছে প্রকাশ করলেন শুভশ্রী। দ্বিতীয় সন্তান রূপে যেন কন্যার জন্ম দিতে পারেন এমনটাই চাইছেন অভিনেত্রী।

West Bengal,Tollywood,Movie,Bengali Actress,Subhasree Ganguly,Pregnancy

সম্প্রতি এক আলোচনায় শুভশ্রী জানিয়েছেন, এবার তিনি চান কন্যা সন্তানের মা হতে। অভিনেত্রীর কথায়, “ঈশ্বর প্রতি মুহুর্তে নারী সৃষ্টি করছেন। এটা তাঁর চাওয়ার যেন এবার কন্যা সন্তানের জন্ম দিতে পারেন তিনি।” সন্তান ও পরিবারকে জীবনে সর্বাধিক গুরুত্ব দেন শুভশ্রী। আর কাজ তাঁর ভালোবাসার জায়গা। তাই গর্ভাবস্থায়ও কাজ থেকে দূরে থাকেননি নায়িকা নিয়মিত ডান্স বাংলা ডান্সের শ্যুটিং করেছেন।
জীবনকে উপভোগ করতে চাওয়া শুভশ্রী মনে করেন প্রতিটি মুহূর্ত সুন্দর ভাবে বাঁচা উচিত।

West Bengal,Tollywood,Movie,Bengali Actress,Subhasree Ganguly,Pregnancy

সম্প্রতি গর্ভাবস্থায় জিম করতে দেখা যায় নায়িকা কে। যা নিয়ে বিস্তর জলঘোলা করেন নেটিজেনেরা।
গর্ভবতী শুভশ্রী কেন শরীরচর্চা করছেন তা নিয়ে প্রশ্নবাণ ছোটে সোশ্যাল মিডিয়ার পাতায়। কিন্তু এসব কথায় কান দিতে রাজি নন হবু মা। তিনি মনে করেন ‘প্রেগনেন্সি কোনোও অসুখ নয়।’ ডাক্তারের পরামর্শ মেনেই কাজ করছেন শুভশ্রী। আর যত্নে রাখছেন তাঁর মধ্যে বেড়ে ওঠা ছোট্ট প্রাণকে। আর কিছুদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখতে চলেছে সে।




Leave a Reply

Back to top button