সিনেমার পর এবার ধারাবাহিকে বিক্রম-সোলাঙ্কি! অতীতের হাত ধরে চমক স্টার জলসার
স্টার জলসার পর্দায় আবার একসঙ্গে বিক্রম-সোলাঙ্কি জুটি।

পূর্বাশা, হুগলি: স্টার জলসার পর্দায় একসঙ্গে দর্শন দিলেন বিক্রম চ্যাটার্জি ও সোলাঙ্কি রায়। জনপ্রিয় সিরিয়াল ‘ফাগুন বউয়ের’ এপিসোডে পাশাপাশি দেখা গেল বিক্রম-সোলাঙ্কিকে। বেশ কিছু বছর আগের ‘ইচ্ছনদী’ ধারাবাহিক থেকেই আকাশছোঁয়া জনপ্রিয়তা এই জুটির। ফের জুটিতে সিরিয়াল না করলেও ‘ফাগুন বউয়ের’ পর্বে দুজনকে পাশাপাশি দেখে খুশি অনুরাগীরা।
সম্প্রতি পুরনো সিরিয়ালগুলিকে রি-টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। ফলে আবার চালু হয়েছে ‘ফাগুন বউ’ ধারাবাহিকের পুরনো পর্ব গুলি। রাত বারোটা থেকে এই সিরিয়াল দেখতে পাবেন দর্শক। সেই সিরিয়ালে রোদ্দুর তথা নায়ক বিক্রম চ্যাটার্জির ডাক্তার হিসেবে অভিনয় করছেন সোলাঙ্কি রায়। বেশ কিছু পর্বে তাই বিক্রম চ্যাটার্জির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তাঁকে। জুটি না হলেও অন্য চরিত্রে দর্শকদের মন জয় করেছেন বিক্রম-সোলাঙ্কি।
প্রসঙ্গত, কিছুদিন আগে নয় বছর আগেই ‘ইচ্ছেনদী’
জুটি ফিরেছে বড় পর্দায়। ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমায় জুটিতে অভিনয় করেছেন বিক্রম ও সোলাঙ্কি। ছবির বক্স অফিস রেকর্ড মন্দ নয়। তাঁরা দুজনে যে একে অপরের বেস্ট ফ্রেন্ড তা সাক্ষাৎকারে জানিয়েছেন জুটি। তাই সিনেমার পর ধারাবাহিকে দুজনকে দেখে উচ্ছ্বসিত দর্শককূল।